সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ সারা সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তাঁর স্টানিং লুক, উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে। একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন বিস্তর। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে নজর কেড়েছিলেন। আর এবার পাটায়া থেকে এক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে জীবনে ‘নতুন বসন্তে’র জল্পনা উসকে দিলেন সারা সেনগুপ্ত।
স্কুলের গণ্ডি পেরিয়ে যিশু-নীলাঞ্জনার কন্যা সারা সেনগুপ্ত বর্তমানে চুটিয়ে মডেলিং করছেন। কর্মসূত্রে বর্তমানে তাঁর ঠিকানা মুম্বই। মা-বোনকে ছেড়ে মায়ানগরীতে একা হাতেই কাজ-বাড়ি সব সামলাচ্ছেন। যার জন্য মা নীলাঞ্জনাও মেয়েকে নিয়ে ভীষণ গর্বিত। ইতিমধ্যেই মুম্বইতে বন্ধুবান্ধবও তৈরি করে ফেলেছেন মিষ্টি স্বভাবের সারা। বঙ্গকন্যার অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! অতঃপর তাঁর সোশাল মিডিয়ার গতিবিধির দিকেও নজর রাখেন তাঁরা। এবার সেখানেই সারা সেনগুপ্তর পোস্টের একগুচ্ছ ছবির মধ্যে একটি ছবি নিয়ে চর্চা তুঙ্গে! ব্যাপারটা ঠিক কী? খানিক খোলসা করেই বলা যাক। মুম্বইয়ে ব্যস্তজীবনের অবসরে পাটায়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সারা সেনগুপ্ত। আর সেখান থেকেই নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন নেটভুবনে। কোনও ফ্রেমে সারাকে সমুদ্র সৈকতে সময় কাটাতে দেখা গেল। আবার কখনও বা রসনাতৃপ্তির ছবি উঁকি দিল। আরেকটি ছবিতে দেখা গেল, পুরুষ বন্ধুর হাত ধরে পার্কে হাঁটছেন যিশুকন্যা। ক্যামেরাকে পিছনে রেখে একে-অপরের দিকে তাকিয়ে রয়েছেন। পরনে সাদা স্কার্ট আর সঙ্গে মানানসই বিকিনি। আর সেই ছবি নিয়েই নেটপাড়াজুড়ে চর্চা।
View this post on Instagram
অনুরাগীদের একাংশের অনুমান, সারা সেনগুপ্তর জীবনে বুঝি উঁকি দিয়েছে বসন্ত। যদিও তিনি বন্ধু না বিশেষ বন্ধু, সেটা খোলসা করেননি বঙ্গকন্যা মডেল। তবে আপাতত এই ছবি দেখে অনুরাগীরা উৎফুল্লিত। গতবছর বাবা-মা যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনায় তোলপাড় হয়েছিল টলিপাড়া। মন ভেঙেছিল ভক্তদেরও। তবে এবার ‘সাহসী’ সারা সেনগুপ্তর এহেন ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কমেন্ট বক্সে নজর কাড়ল মা নীলাঞ্জনার পাঠানো শ্বেতশুভ্র হৃদয় ইমোজিও। তিনিও মেয়ের আনন্দঘন মুহূর্ত দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.