Advertisement
Advertisement
Jisshu Sengupta

‘খাদান’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ শর্ত যিশুর, দেব কি রাজি হলেন?

দেবকে নিয়ে মুখ খুললেন যিশু।

Jisshu Sengupta on Dev's Khadan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 13, 2024 2:05 pm
  • Updated:February 13, 2024 2:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের ‘খাদান’ ছবিতে বড় চমক যিশু সেনগুপ্ত। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘খাদান’ ছবিতে যিশুর লুক। তবে এবার ফাঁস হল এই ছবির এক নেপথ্যের গল্প! যিশু জানিয়েছেন, ‘খাদান’ ছবিতে অভিনয়ের জন্য দেবকে এক বিশেষ শর্ত দিয়েছিলেন। আর তাতে দেব রাজি হতেই ‘খাদান’-এ অভিনয় করতে রাজি হলেন যিশু।

Advertisement

কী ছিল সেই শর্ত?

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ। এই লিগে কলকাতার দল ‘বেঙ্গল টাইগার্স’-এর অধিনায়ক যিশু। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”খাদান ছবির চিত্রনাট্য আমার প্রথমেই ভালো লেগেছিল। কিন্তু সিসিএল শুরু হবে। তাই ছুটি চাই। শুধু তাই নয়, আমার একটা তেলুগু ছবিরও শুটিং রয়েছে। এসব শুনে দেব রাজি হয়ে যায়।”

[আরও পড়ুন: পর্নস্টার জনি সিনসের যৌন সমস্যা মেটালেন রণবীর সিং! ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া]

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব (Actor Dev)। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি হতে চলেছে একেবারে অ্যাকশন প্যাকড। সেই মেজাজ যিশুর মোশন পোস্টারেও বজায় ছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

“কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। অভিনেতাকে কীর্তনিয়ার বেশে দেখা যাচ্ছে। কিন্তু তাঁর কণ্ঠে যেন যুদ্ধের আভাস। “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য”, এমন কথা শোনা যাচ্ছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। আর সবশেষে শোনা যাচ্ছে ‘রাধে রাধে’র সুর। মোশন পোস্টার শেয়ার করে যিশুকে এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেতার খেতাব দিয়েছেন দেব।

‘খাদান’ (Khadaan) ছবিতে এমনিতেই ডবল ধামাকা। টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। যিশুর পাশাপাশি এ ছবিতে বরখা বিস্ত, বনি সেনগুপ্তকেও দেখা যাবে বলে খবর। ইতিমধ্যেই আসানসোলের কয়লা খনিতে গিয়ে ছবির লোকেশনের রেইকি করে এসেছেন দেব।

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যেই গর্ভবতী শাহরুখের পাকিস্তানি নায়িকা! জল্পনা তুঙ্গে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ