Advertisement
Advertisement
Jolly LLB 3 Teaser

কোর্টরুমে অক্ষয়-আরশাদের তুমুল ঝগড়া! দুই তারকার কীর্তি দেখলে পেটে খিল ধরবে

কী করলেন 'জলি এলএলবি' জুটি?

Jolly LLB 3 Teaser: Akshay Kumar, Arshad Warsi's Hilarious Courtroom Clash
Published by: Sandipta Bhanja
  • Posted:August 12, 2025 12:31 pm
  • Updated:August 12, 2025 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির নাম একসঙ্গে নিলেই ‘জলি এলএলবি’ সিনেমার প্রসঙ্গ উঠবে। দুই তারকা একেবারে পেটে খিল ধরিয়ে ছেড়েছিলেন। তবে এবার ব্রোম্যান্স নয়, বরং অক্ষয়-আরশাদের ক্যাচাল গড়াল আদালত পর্যন্ত! কোর্টরুমে দুই তারকার তুমুল বাকবিতণ্ডা। আর তার মাঝেই অবলীলাক্রমে ঢুকে পড়ল ছাগল। দেখে ‘থ’ সৌরভ শুক্লা। কী এমন ঘটল বলিউডে?

Advertisement

আসলে মঙ্গলবার সাতসকালে নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে এল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পয়লা ঝলক। আর সেই টিজার দেখেই পেটে খিল ধরার জোগাড়! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা গেল, আদালতে দুই জলির তুমুল ক্যাচালের ঝলক! যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় ত্রিপাঠীজি সৌরভকে। আর অক্ষয়-আরশাদের ঝগড়ার মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ল ছাগল। সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, এই সিনেমায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টিজারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও জানানো হয়েছে নির্মাতাদের তরফে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’। গতবছর ‘জলি এলএলবি ৩’-এর শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি-সহ প্রযোজক-পরিচালকদের। আজমেঢ় আদালতের দ্বারস্থ হন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তিনি অভিযোগ তুলেছিলেন, এই সিনেমায় বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। তাই শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। কেন এভাবে বিচার ব্যবস্থা নিয়ে হাসিঠাট্টা করা হবে? সেই কৈফিয়তও চেয়েছিলেন। এবার যাবতীয় বিতর্ক কাটিয়ে মুক্তি পেল সেই সিনেমার প্রথম ঝলক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement