ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামোজি ফিল্ম সিটিতে নাকি তেনাদের আনাগোনা! রাতে নাকি নানারকমের অনুভূতি হয়! দীর্ঘদিনের সেই কানাঘুষোতেই সিলমোহর দিয়ে দেন অভিনেত্রীর কাজল। বলে বসেন, রামোজি ফিল্ম সিটি ভূতুড়ে জায়গা। ব্যস, আর যাবেন কোথায়! নেটিজেনদের রোষানলে প্রাণ ওষ্ঠাগত অভিনেত্রীর। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন কাজল। কী বলছেন তিনি?
সম্প্রতি নিজের হরর ছবি ‘মা’ নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় যে কাজল কি কখনও ভূতুড়ে কোনও ব্যাপার উপলব্ধি করেছেন? এই প্রশ্নের উত্তরে কাজল জানান, একাধিকবার এই অনুভূতি হয়েছে। এরপরই ভূতুড়ে জায়গার উদাহরণ দিতে গিয়ে কাজল রামোজি ফিল্ম সিটির উদাহরণ টেনে নিয়ে আসেন। বলেন, “এরকম জায়গার একটা বড় উদাহরণ হল রামোজি ফিল্ম সিটি। যেটা বিশ্বের সবথেকে বড় ভূতুড়ে জায়গাগুলির মধ্যে একটি। তবে আমি ভীষণ ভাগ্যবতী যে আমি কখনও তেনাদের নিজের চোখে দেখিনি।” এই মন্তব্যের পরই চটে যান নেটিজেনরা। তীব্র বিতর্ক ছড়ায়। তাতে জল ঢালতেই নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে যান কাজল।
অভিনেত্রীর কথায়, ‘রামোজি ফিল্ম সিটি নিয়ে আমার আগের মন্তব্য সম্পর্কে বলতে চাই। আমি ওখানে বহু সিনেমা শুট করেছি। ভীষণই পেশাদার পরিবেশ। বহু পর্যটক ঘুরতেও আসেন। দারুণ জায়গা। পরিবার ও বাচ্চাদের জন্য একদম নিরাপদ।’ অভিনেত্রীর এই ‘ভোলবদলে’র পর থেকেই একটা প্রশ্ন উঠছে। কাজলের ১৮০ ডিগ্রি অবস্থান বদলের নেপথ্য কি শুধুই নেটিজেনদের ‘গালমন্দ’ না কি দক্ষিণী বাজারে সিনেমা ফ্লপের ভয়?
I wish to address my earlier remark about Ramoji Film City in the context of promoting my film MAA.
I have filmed multiple projects at Ramoji Film City and stayed there many times over the years. I have always found it to be a very professional environment for filmmaking and I…
— Kajol (@itsKajolD)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.