Advertisement
Advertisement
Kajol

‘হিন্দিতে বলুন’, আর্জি শুনেই জেগে উঠল কাজলের ‘মারাঠা স্বাভিমান’, ধমকে-চমকে কী করলেন?

মহারাষ্ট্রে 'ভাষাসন্ত্রাসে'র মাঝে কী মন্তব্য বলিউড অভিনেত্রীর?

Kajol slams paparazzi asking her to speak in Hindi, video goes viral

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:August 6, 2025 7:54 pm
  • Updated:August 6, 2025 7:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দির আগ্রাসন নিয়ে বহুদিন ধরেই সরব দেশের দক্ষিণ রাজ্যগুলি। সম্প্রতি মহারাষ্ট্রেও একই বিতর্ক দানা বেঁধেছিল। মারাঠি না বলতে পারার ‘অপরাধে’ কোথাও আক্রান্ত হতে হয়েছে নিরীহ দোকানদারকে। আবার কোথাও ব্যাংকে মারাঠি বলতে অস্বীকার করায় বিতর্ক দানা বেঁধেছে। মহারাষ্ট্রে মারাঠি অস্মিতার পালে হাওয়া জোরদার হতেই এবার গর্জে উঠলেন কাজল। কেন?

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন বলিউড অভিনেত্রী। সেখানেই মারাঠি ভাষায় কথা বলছিলেন। কিন্তু আচমকাই জনৈক পাপারাজ্জি তাঁকে হিন্দিতে কথা বলার অনুরোধ জানিয়ে বসেন। যার জেরে বেজায় বিরক্ত হন কাজল। অভিনেত্রীও কোনও কালেই ছেড়ে দেওয়ার পাত্রী নন। অতঃপর এই যাত্রাতেও তার ব্যতিক্রম হয়নি। মাইক হাতে সোজাসাপটা মুখের উপর বললেন, “যা যা এতক্ষণ বললাম, সেগুলো কি আবার হিন্দিতে বলতে হবে? যাঁরা বুঝতে চান আমি কী বলছি, তাঁরা এমনিতেই বুঝে যাবেন!” মহারাষ্ট্রে ভাষা বিতর্কের মাঝে কাজলের এহেন ভিডিও বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়।

যদিও বাঁকা উত্তর দেওয়ার জন্য বলিউড অভিনেত্রীকে একাংশ কটাক্ষ করেছেন। তাঁদের বক্তব্য, ‘কাজল বরাবরই বড্ড রূঢ়!’ কেউ বা আবার মনে করিয়ে দিলেন, হিন্দি ভাষার সিনেমার জোরেই আজ তিনি এই জায়গায় পৌঁছতে পেরেছেন। আবার কারও প্রশ্ন, ‘হিন্দি ভাষায় এত এলার্জি থাকলে বলিউডে কাজ করছেন কেন?’ আবার কারও মন্তব্য, ‘হিন্দি সিনেমা আপনাকে যে জনপ্রিয়তা দিয়েছে, সেটা ভুলে যাবেন না যেন!’ সবমিলিয়ে কাজলের ‘মারাঠা স্বাভিমান’-এর ভিডিও আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ