সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনে দুই মেরুর বাসিন্দা। হাবে-ভাবে, স্বভাবে কোনও মিল নেই। অথচ প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন। বলিউড তাঁদের আখ্যা দিয়েছিল ‘আনলাকি পেয়ার’। কিন্তু যাবতীয় মন্দ ভাগ্যের ফাঁড়া কাটিয়ে আজও একসঙ্গে রয়েছেন অজয়-কাজল। কেমন করে? সেই প্রমাণই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিলল। টুইটে প্রকাশ্যেই খুনসুটিতে মাতলেন দু’জনে।
[শাহরুখের পর এবার দিলীপ কুমারকে দেখে এলেন প্রিয়াঙ্কা]
‘বাদশাহো’র মুক্তির পরও প্রচারে ব্যস্ত অজয়। ৪ সেপ্টেম্বর টুইটে লাইভ অনুরাগীদের সঙ্গে আলোচনায় মেতেছিলেন অভিনেতা। আলোচনার নাম দিয়েছিলেন ‘অজয় টকস’। দিনেদুপুরে সকলকে প্রশ্নোত্তরে আহ্বান জানিয়েছিলেন।
Hello everyone, I’ll be online on Twitter at 2 PM and will be taking some questions from you’ll. Send them to me with .
— Ajay Devgn (@ajaydevgn)
কয়েক মিনিট যেতে না যেতেই অজয়ের এই আহ্বানে সাড়া দিয়েছেন কাজল। স্বামীকে তাঁর প্রশ্ন, লাঞ্চে কখন আসছে? যেমন প্রশ্ন, তার তেমনই উত্তর দিয়েছেন অজয়। সটান জানিয়ে দিয়েছেন ডায়েটে রয়েছেন তিনি।
So, when are you coming for lunch? 😂😂
— Kajol (@KajolAtUN)
On a diet! 😂😂
— Ajay Devgn (@ajaydevgn)
অজয়-কাজলের এই দুষ্টু-মিষ্টি সম্পর্কের আঁচ আগেও পেয়েছেন নেটিজেনরা। অজয়ের ‘শিবায়’ ছবি মুক্তির সময় তার ট্রেলার শেয়ার করে কাজল লিখেছিলেন ‘রণে রুদ্র ও ঘরে শংকর!
Ran mein rudra gharon mein Shankar ! Watch the Shivaay trailer
— Kajol (@KajolAtUN)
এর জবাবে মজা করে স্ত্রীকে নায়ক প্রশ্ন করেন, কাজলের এই টুইটের উত্তর তিনি সোশ্যাল মিডিয়াতেই দেবেন না বাড়িতে গিয়ে? কাজলের পালটা জবাব ছিল, আমার উত্তরটি জনগণের জন্য নয়।
Should I thank you on the social media or at home?? 😉
— Ajay Devgn (@ajaydevgn)
My reply isn’t meant for public consumption 🙂
— Kajol (@KajolAtUN)
প্রসঙ্গত, ‘শিবায়’ ছবির জন্যই বেস্ট ফ্রেন্ড করণ জোহরের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল কাজলের। ‘শিবায়’-এর বিরুদ্ধে প্রচারের জন্য কেআরকে’র মতো সস্তার সমালোচককে টাকা দিয়েছেন করণ। এই অভিযোগ করেছিলেন অজয়। এতেই ক্ষুব্ধ হয়েছিলেন প্রযোজক-পরিচালক। স্বামী ও বন্ধুর এই লড়াইয়ে অজয়ের পক্ষই নিয়েছিলেন কাজল। এতেই ভেঙে গিয়েছিলেন বহু বছরের বন্ধুত্বের সম্পর্ক। যা সম্প্রতি জোড়া লেগেছে বলেই খবর। আর অজয়ের সঙ্গে সম্পর্কও যে নায়িকার দিব্যি রয়েছে তা এই সাম্প্রতিক টুইটগুলি থেকে স্পষ্ট।
[‘কেদারনাথ’-এর প্রথম পোস্টারে মুগ্ধ করবে সুশান্ত-সারার অন্য রসায়ন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.