Advertisement
Advertisement
Ajay Devgn Kajol

‘ওর মতো কেউ পারে না’, স্বামী অজয় দেবগনের ‘আঙুলের নাচ’ দেখে ট্রোল কাজলের

দেখে নেটপাড়ার হাসির রোল! ভাইরার 'ফিঙ্গার ডান্স' নিয়ে কী বলছেন অজয় দেবগন?

Kajol trolled Ajay Devgn over Viral ‘Finger Dance’ Step, later reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:July 11, 2025 4:38 pm
  • Updated:July 11, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের ডান্স স্টেপ মাঝেমধ্যেই চর্চার শিরোনামে ঠাঁই পায়। বিশেষ করে, ষাটোর্ধ্ব তারকা হলে তো কথাই নেই! বর্তমান প্রজন্মের নীরিখে তাঁদের কে, কতটা ভালো নাচতে পারেন? সেসব বিষয়ে বরাবরই বলিপাড়ায় চর্চা জারি থাকে। তবে এবার একটা ‘ডান্স স্টেপে’ই খান-কাপুরদের থেকে লাইমলাইট কেড়ে নিলেন অজয় দেবগন। সোশাল পাড়ায় বর্তমানে তাঁর ‘সন অফ সর্দার ২’ ছবির ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চার অন্ত নেই। বলা ভালো, ঠাট্টা-তামাশার বিরাম নেই। একজায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র অঙ্গুলি হেলনের মাধ্যমে কীভাবে নাচ করা যায়? সেই উদাহরণ তৈরি করেছেন অজয়। আর সেটা দেখেই হেসে খুন নেটভুবন। অতঃপর বরাবরের মতো ট্রোল-মিম জারি। তবে সকলকে অবাক করে দিয়ে এবার স্বামীর নিন্দুকদের শিবিরে নাম লেখালেন কাজলও।

Advertisement

আজ্ঞে! প্রকাশ্যেই স্বামী অজয়কে ট্রোল করতে ছাড়লেন না কাজল। বলিউডের দুষ্টু-মিষ্টি নায়িকা অবশ্য বরাবরই ব্যক্তিগতজীবন নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা না করলেও ‘শঠে শঠ্যাং’ মন্তব্য করতে পিছপা হন না। এবার ‘সন অফ সর্দার ২’ ছবিতে অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে মন্তব্য করেও ট্রোল-যজ্ঞে ঘৃতাহূতি করলেন। সিনেমার ‘পেহেলা তু আখড়ি তু’ গানটিতে গোরস্থানে দাঁড়িয়ে পর্দার প্রেমিকা ম্রুণাল ঠাক্করের সঙ্গে এই বিশেষ নাচ করতে দেখা যায় অভিনেতাকে। আর সেটা দেখেই হেসে গড়ালেন কাজল। কী মন্তব্য অভিনেত্রীর? কাজল বলছেন, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম ভালো ডান্সার অজয় দেবগন। কারণ ওই একমাত্র যে আঙুল দিয়ে নাচ করতে পারে। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম সেভাবে গান তৈরি করা হত। এখন তো দেখছি শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে…। বলতে বলেত হেসে গড়িয়ে গেলেন কাজল। এদিকে স্ত্রীর ট্রোল নিয়ে পালটা মুখ খুললেন অজয়ও।

শুক্রবার ‘সন অফ সর্দার ২’ ছবির ট্রেলার (Son Of Sardaar 2 Trailer) লঞ্চের অনুষ্ঠানে ‘ফিঙ্গার ডান্স’-এর ট্রোল-মিম নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেখানেই অভিনেতাকে বলতে শোনা যায়, “লোকের কথা বলতে পারব না ভাই, আপনাদের অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি, তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।” প্রসঙ্গত, এবারের সিক্যুয়েলে সকলকেই দ্বৈত ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন অজয় দেবগন। ট্রেলারের শুরুতেই প্রথম সিনেমার ঝলক দেখানো হয়। শুধু তাই নয়, কখনও ‘বর্ডার’ সিনেমার উল্লেখ, কখনও পাকিস্তান প্রসঙ্গ আবার কখনও বা সর্দারদের অহমবোধের নানা কড়চা কৌতূকের মোড়কে দেখানো হয়েছে ট্রেলারজুড়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement