Advertisement
Advertisement
Rani Mukerji Birthday

রানির জন্মদিনে দুর্গাষ্টমীর ছবি দিয়ে শুভেচ্ছা কাজলের, দূরত্ব ঘুচল ‘মুখার্জি সিস্টার্স’-এর?

'তু তু ম্যায় ম্যায়' মিটল রানি-কাজলের?

Kajol's Birthday Wish For sister Rani Mukerji

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:March 21, 2024 3:13 pm
  • Updated:March 21, 2024 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এ কেমন পরিবার? বোনে বোনে কথাই বলে না!”, ‘কফি উইথ করণ’ শোয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়েছিলেন করণ জোহর। কাজল (Kajol) নিজে পালটা সদর্পে উত্তর দিয়েছিলেন, “এটা আমাদের মধ্যেকার অর্গানিক দূরত্ব।” আসলে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সেটে দুই মুখার্জি বোনের সম্পর্কের ঠান্ডা সমীকরণ দেখেই পরিচালক করণের মনে প্রশ্ন জেগেছিল। তবে বোন রানি মুখোপাধ্যায়ও (Rani Mukerji) কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

Advertisement

রানি আরেকটু ভেঙে জানিয়েছিলেন, “আসলে ও আমার কাছে কাজল দিদি। ও থাকত শহরে, আর আমরা জুহুতে। আমার সঙ্গে তানিশার (কাজলের বোন) বন্ধুত্ব বেশি। আমাদের তেমন দেখা-সাক্ষাৎও হত না। কাজল দিদি আসলে পরিবারের সব ছেলেদের সঙ্গে বেশি আড্ডা দিত। ব্যাপারটা জটিল!” এমনিতে দুই বোনের মধ্যে ‘তু তু ম্যায় ম্যায়’ সম্পর্ক। তবে এবার রানি মুখোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ বার্তা কাজলের।

২১ মার্চ ৪৬ বছরে পা রাখলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji Birthday)। সেই প্রেক্ষিতেই গত বছরের দুর্গাষ্টমীর ছবি শেয়ার করে কাজল ইনস্টা স্টোরিতে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা রানি। এই বছরে তোমার জীবনে খুশির মুহূর্ত ভরে উঠুক। তোমার মুখে আরও হাসি ফুটুক।” প্রতিবার মুখার্জি বাড়ির দুর্গাপুজোয় হাজির হন দুই বোন। সকলে মিলে ধুনুচি নাচ করার পাশপাশি ভোগ বিলি করেন, জমিয়ে আড্ডা দেন চার দিন। কাজলের পোস্ট করা ছবিতে সেই স্মৃতিই ফিরে এল।

[আরও পড়ুন: ‘আমাকে ট্রোল করার জন্যে শিক্ষার প্রয়োজন’, নিন্দুকদের সপাট জবাব ‘আইটেম গার্ল’ শ্রীলেখার]

একাধিকবার রানি-কাজলের মনোমালিন্য কিংবা দূরত্বের কথা শিরোনামে উঠে এসেছে। তবে এবার সম্ভবত দূরত্ব ঘুচেছে ‘মুখার্জি সিস্টার্স’-এর। দুই অভিনেত্রী বোনের সম্পর্ক যেরকমই হোক না কেন, অনস্ক্রিন অঞ্জলি-টিনার সেই দুষ্টু মিষ্টি সম্পর্ক যে আজও দর্শকরা পছন্দ করেন, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: মেগা বাজেটের ‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement