Advertisement
Advertisement
Kajol-Nysa

এবার রুপোলি পর্দায় কাজলকন্যা নাইসা! মুখ খুলে কী জানালেন অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন কাজল নিজে।

Kajol's daughter Nysa interested in acting? Actor says have received a couple of calls

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:September 18, 2025 5:33 pm
  • Updated:September 18, 2025 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের পর বছর ধরে বলিউডে একাধিক নতুন মুখের আবির্ভাব ঘটেছে তাঁর হাত ধরে। বহু নতুন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর ইন্ডাস্ট্রিতে অভিষেকও ঘটেছে। তিনি আর কেউ নন পরিচালক প্রযোজক করণ জোহর। তবে বলিউডে বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তাঁর হাত ধরে এলেও করণকে নিয়ে জল্পনাও কম হয়নি। বহু ক্ষেত্রেই দাবি উঠেছে যে, করণ স্টারকিডদের বেশিই প্রাধান্য দেন। এমনকি এও অনেকে বলেছেন যে বলিউডে নেপোটিজমের রমরমাও তাঁর হাত ধরে। এবার কাজলকন্যা নাইসার বিনোদুনিয়ায় অভিষেক প্রসঙ্গে উঠে এল করণের নাম।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন কাজল নিজে। ওই সাক্ষাৎকারে প্রথমে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনও তাঁর সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে চিন্তায় থাকেন? এপ্রসঙ্গে কাজল বলেন, “না, আমি কখনও এরকম চাপ অনুভব করিনি। আমার মনে হয় প্রতিটি মানুষের তাঁর জীবিনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার মনে হয় আমার সন্তানরা যথেষ্ট বুদ্ধি রাখে। আর আমি নিজেও তাদের একটা সময় অবধি কীভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হয় সে বিষয়ে শিখিয়েছি। কাজেই আমার কাজ আমি করেছি। আমার ধারণা তাঁরা সেভাবেই পথ চলবে।”

এরপর কাজলকে জিজ্ঞেস করা হয়, করণ জোহর কি কখনও তাঁকে ফোন করেছেন তাঁর মেয়ে নাইসাকে বলিউডের ছবিতে অভিনয়ের জন্য? এপ্রসঙ্গে কাজল খোলসা করে বলেন, “১-২টি ফোন এসেছে। যেরকম সবার কাছেই ফোন যায় সেরকমভাবেই সেই ফোনগুলি এসেছে। কিন্তু আমার বিশ্বাস এই মুহূর্তে আমার মেয়ে কোনওভাবেই অভিনয়ে আসবে না। যদি তার মনে হয় কখনও যে সে অভিনয় করবে তাহলে সে নিশ্চয়ই আমাদের জানাবে এবং আমরাও মা-বাবা হিসেবে তার ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দেব।” যদিও এর আগে কাজল ও অজয় দেবগণ দু’জনেই জানিয়েছিলেন যে তাঁদের মেয়ের বলিউডে পা রাখার কোনও আগ্রহ নেই। সম্প্রতি সুইজারল্যান্ডের গ্লিওন ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক হয়েছেন নাইসা চলতি বছরের জুলাইতে। আগামীতে কাজলকন্যা বলিউডে পা রাখেন কিনা এখন সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement