সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে মন্তব্য করে সম্প্রতি আইনি গেরোয় পড়েছিলেন কমল হাসান। এবার সনাতন ধর্ম নিয়ে বেফাঁস কথা বলে ফের বিতর্কের শিরোনামে দক্ষিণী মেগাস্টার। যার জেরে চোখ রাঙিয়েছে পদ্ম শিবির। উঠেছে কমল হাসানকে বয়কটের ডাকও। তবে সদ্য রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নেওয়া মেগাস্টারকে ঘিরে বিতর্কের রেশ এখানেই শেষ হয়নি! সনাতন ধর্মকে অপমান করার অভিযোগে কমল হাসানকে এবার খুনের হুমকি দেওয়া হল।
ঠিক কী ঘটেছে? সম্প্রতি চেন্নাইতে দক্ষিণী তারকা সূরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আগরম ফাউন্ডেশনের পনেরো বছরপূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল। সেখানেই সনাতন ধর্ম নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওয় সদ্য রাজ্যসভার সাংসদ পদপ্রাপ্ত তথা মাক্কাল নিধি মাইয়াম দলনেতাকে বলতে শোনা গিয়েছে, একমাত্র শিক্ষার জোরেই পরিবর্তন সম্ভব। কমলের মন্তব্য, “এই যুদ্ধে শুধু শিক্ষাই পারে দেশকে বদলাতে। এটাই একমাত্র অস্ত্র দেশের স্বৈরাচার শাসন এবং সনাতন ধর্মের শেকল ভাঙার জন্য। অন্য কোনও অস্ত্র আপনাদের হাতে তুলে নেবেন না। তাহলে এহেন সংখ্যাগরিষ্ঠের কাছে পরাস্ত হতে হবে। এই যুদ্ধ জয় করতে শিক্ষাই একমাত্র অস্ত্র।” মেগাস্টারের এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড়! ফুঁসে উঠেছে তামিলনাড়ুর রাজ্য বিজেপি সচিব অমর প্রসাদ রেড্ডি। সেই সুরেই সুর মিলিয়ে দক্ষিণী টেলি অভিনেতা রবিচন্দ্রন এবার মেগাস্টার রাজনীতিককে খুনের হুমকি দিলেন।
এক ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে রবিচন্দ্রন কমল হাসানকে ‘মূর্খ রাজনীতিক’ বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, সনাতন বিরোধী মন্তব্য করার জন্য তিনি “কমলের গলা কেটে খুন করবেন” বলেও হুঁশিয়ারি দেন। যে মন্তব্য ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি কমল হাসানের মন্তব্যের ঘোরতর প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে এক ভিডিওতে অমর প্রসাদকে বলতে শোনা যায়, “সনাতন ধর্মকে ধ্বংস করতে চাওয়া কমল হাসানের সব ছবি বয়কট করুন। সমস্ত হিন্দুদের কাছে আমার আবেদন। সনাতন ধর্ম বিরোধী কথা বললেই চরম পরিণতি ভুগতে হবে- এটাই চরম বার্তা হোক। দেখি, আর কোন অভিনেতা সনাতন ধর্মকে ব্যঙ্গ করার সাহস দেখায়? জনপ্রিয় অভিনেতা কমল হাসান বলেছেন উনি হিন্দু ধর্মকে ধ্বংস করতে চান। তাই সব সনাতনীর কাছে আমার অনুরোধ, এমন লোকজনকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আমাদের উচিত কমল হাসানের সমস্ত সিনেমা প্রেক্ষাগৃহ, ওটিটি থেকেও নিষিদ্ধ করে দেওয়া। তাহলে আর এমন মন্তব্য করবেন না, যা কোটি কোটি হিন্দুদের ভাবাবেগে আঘাত দেয়।” এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কমল হাসানের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.