Advertisement
Advertisement
Kanchan-Sreemoyee

লাভ ইন মলদ্বীপ! জলে ভিজে কাঞ্চনকে জড়িয়ে শ্রীময়ী, সুইমিং পুলে চুমু

বিয়ের প্রায় চারমাস পরে হানিমুনে গিয়েছেন তারকা দম্পতি। সেখান থেকেই শেয়ার করেছেন ভিডিও।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj shared romantic video from Maldives
Published by: Suparna Majumder
  • Posted:July 3, 2024 12:08 pm
  • Updated:July 3, 2024 12:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সেরেছিলেন। আনুষ্ঠানিক বিয়ে ৬ মার্চ। তার এতদিন বাদে হানিমুনে গেলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। মলদ্বীপে বেশ রোমান্টিক মেজাজে রয়েছেন তারকা দম্পতি। সেই ভিডিও শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

Advertisement
Kanchan-Sreemoyee-1
ছবি: ইনস্টাগ্রাম

একাধিক ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। তার মধ্যেই রয়েছে সুইমিং পুলের একটি ভিডিও। যেখানে জলে ভিজে ‘মিস্টার মল্লিক’কে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। তার পরই গালে চুমু। প্রেমের এই মুহূর্ত বেশ উপভোগ করছেন তারকা দম্পতি। তা ভিডিও দেখলেই বোঝা যায়।

[আরও পড়ুন: ‘চরমতম শাস্তি হওয়া উচিত…’, চোপড়া কাণ্ডে তীব্র ধিক্কার চিরঞ্জিৎ-রাহুলের]

গত শনিবার শ্রীময়ীর জন্মদিন ছিল। স্ত্রীর জন্য বিশেষ আয়োজন করেছিলেন কাঞ্চন। ঘড়ি ধরে রাত বারোটায় কাটা হয় কেক। ইনস্টাগ্রামে নিজেদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে কাঞ্চন লেখেন, “শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এর পরই আবার তারকা বিধায়ক লেখেন, “হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।” মলদ্বীপেও শ্রীময়ীর বার্থ ডে সেলিব্রেশনের আরেক পর্ব হয়। রিসর্টের ঘরে ঢুকেই শ্রীময়ী দেখতে পান খাটের উপর সুন্দর করে লেখা ‘হ্যাপি বার্থ ডে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘কল্কি’ দেখে মুগ্ধ রণবীর, ‘বেবি’ দীপিকাকে কী বললেন?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ