সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোল-বিতর্ক যেন তাঁদের নিত্যসঙ্গী, কিন্তু তাই বলে স্বর্গত মাকে টেনে প্রকাশ্যেই কুরুচিকর ভাষাপ্রয়োগ! এবার আর বরদাস্ত করলেন না কাঞ্চন মল্লিক। স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তাঁর ফেসবুক পোস্টে আগেই ওই নেটিজেনকে একহাত নিয়েছিলেন। এবার সংশ্লিষ্ট ঘটনায় তারকা বিধায়ক উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করলেন।
প্রায়শই নেটপাড়ায় আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’পক্ষের সন্তানও! যদিও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শর্তে চলতেই অভ্যস্ত তারকাদম্পতি, তবে এবার আর চুপ করে থাকেননি কাঞ্চন-শ্রীময়ী। অভিনেতার স্বর্গত মাকে টেনে তাঁর জন্মপরিচয় নিয়ে জনৈক নেটিজেন যে অশ্লীল ভাষায় কটাক্ষ করেছেন, সেই প্রেক্ষিতেই আইনি পদক্ষেপ করেছেন কাঞ্চন। তিতিবিরক্ত অভিনেতার মন্তব্য, “আমাদের নিয়ে সাধারণত যেরকম কুমন্তব্য করা হয় কিংবা মিথ্যে অপবাদ দেওয়া হয়, সেগুলো দেখে আমরা অভ্যস্ত। কিন্তু সম্পূর্ণ অচেনা-অজানা মহিলা আমার স্বর্গত মাকে টেনে অশ্লীল মন্তব্য করায় এবার আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কোন অধিকারে তিনি একাজ করলেন?”
তারকা বিধায়কের সংযোজন, “দীর্ঘদিন থেকেই এহেন কুৎসিত মন্তব্যের শিকার হয়ে আসছি আমরা। আর নয়। অপরপ্রান্তের মানুষটির জানা দরকার কোথায় থামতে হয়! দিনের পর দিন আমাকে, শ্রীময়ীকে, আমার সন্তানকে যেভাবে সোশাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, সেটাও তো একধরনের নিগ্রহই। এবার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তাই এফআইআর দায়ের করেছি। প্রয়োজনে মানহানি মামলাও করব। অনেক হয়েছে। এবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই সোশাল মিডিয়ায় এসে যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায় না। সে কোনও তারকা হোক, বিধায়ক হোক বা সাধারণ মানুষ, কারও সম্পর্কেই মন্তব্য করার সময়ে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।” পাশাপাশি তারকা বিধায়ক একথাও জানালেন যে, ‘আমার আইনি পদক্ষেপ দেখে লোক হাসলে হাসুক! আমার কিছু যায়-আসে না। কারণ আমার পর কোনও না কোনওদিন তাঁরাও এহেন সমস্যার মুখোমুখি পড়তে পারেন।’, কী বললেন তারকা বিধায়ক?
ঠিক কী ঘটেছে? শ্রীময়ী চট্টরাজের সাম্প্রতিক এক পোস্টে জনৈক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন! সাধারণত এইধরণের নেতিবাচক মন্তব্য শ্রীময়ী এড়িয়ে গেলেও এবার পালটা জবাব ছুড়েছেন তিনি। কটুক্তিকারী ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশ, লালবাজারের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানান কাঞ্চনপত্নী। মেইল মারফৎ লালবাজার সাইবার ক্রাইমেও অভিযোগ জানান কাঞ্চন মল্লিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.