Advertisement
Advertisement
Kanchan Mullick Jamaishashthi

‘৩ বার বিয়ে করলেও এই প্রথমবার গুছিয়ে জামাইষষ্ঠী খেলাম’, তৃপ্তির ঢেঁকুর তুললেন কাঞ্চন

শ্রীময়ীর মায়ের আয়োজনে আল্পুত কাঞ্চন মল্লিক।

Kanchan Mullick on Jamaishashthi celebration with Sreemoyee Chattoraj

ছবি: ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:June 2, 2025 4:12 pm
  • Updated:June 2, 2025 4:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক বিয়ে, ডিভোর্স নিয়ে কম কটাক্ষের শিকার হননি কাঞ্চন মল্লিক। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগেও নেটপাড়ার আতসকাচে ছিল তাঁর অতীত বৈবাহিক জীবন। তবে বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন দাম্পত্য নিয়ে মজে বিধায়ক অভিনেতা। ১ জুন, রবিবার গুছিয়ে জামাইষষ্ঠী উদযাপন করেছেন নিজ বাসভবনে। আর সেখানেই পঞ্চব্যাঞ্জনে সাজানো থালার সামনে বসে জামাই কাঞ্চনের অকপট স্বীকারোক্তি, “তিন বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েও বলছি, এরকম নিয়মকানুন মেনে প্রথমবার জামাইষষ্ঠী পালন করছি। এর আগে কখনও যা হয়নি।”

Advertisement

চলতি বছর শ্রীময়ী চট্টরাজের শুটিং থাকায় অভিনেত্রীর মা কাঞ্চনের বাড়িতেই জামাইষষ্ঠীর আয়োজন করেছিলেন। রকমারি মাছে আদ্যোপান্ত বাঙালিয়ানা পদে দুই জামাইকে পাত পেড়ে খাইয়েছেন শ্রীময়ী চট্টরাজের মা। অভিনেত্রী সংবাদ প্রতিদিন ডট ইন-কে আগেই জানিয়েছিলেন যে, চলতি বছরের জামাইষষ্ঠীর আসর তাঁদের বাড়িতেই বসবে। তাঁর দিদি, জামাইবাবুও আসবেন। রবিবার পুরো পরিবারকে পাওয়া গেল একসঙ্গে। লুচি, ছোলার ডাল দিয়ে প্রাতঃরাশ সেরে কাঞ্চনের মধ্যাহ্নভোজও হল কবজি ডুবিয়ে। মেনুতে ছিল- ফিসফ্রাই,পোলাও, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ির মালাইকার, ইলিশ মাছ, মৌরলা মাছের ঝাল আর মটন কষা। পঞ্চব্যাঞ্জনে সাজানো টেবিলে শ্রীময়ীর জামাইবাবুর সঙ্গে বসে নিয়ম মেনে শাশুড়ির স্নেহাশীস নিলেন অভিনেতা বিধায়ক। সুগৃহিণী শ্রীময়ী স্বামী এবং তাঁর সাজপোশাকেও বজায় রেখেছিলেন আদ্যোপান্ত বাঙালিয়ানা।

শ্রীয়মী চট্টরাজের আগে অনিন্দিতা দাসের সঙ্গে প্রথম সাত পাকে বাঁধা পড়েছিলেন কাঞ্চন। সাত বছরের দাম্পত্যে ইতি টেনে পরবর্তীতে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা। সেই দাম্পত্যও সুখকর হয়নি! এর পর চব্বিশ সালের জানুয়ারি মাসে পিঙ্কির সঙ্গে ডিভোর্সের পর ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন তিনি। বর্তমানে তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। মা-বাবার মতো জন্মের পর থেকে কৃষভিও লাইমলাইটে। ষষ্ঠীর আসরে লাল-সাদা পোশাকে সেজে তাকেও দেখা গেল মা-বাবার সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ