Advertisement
Advertisement
Kanchan Mullick- Sreemoyee chattaraj

বিছানায় পাশাপাশি দু’জনে, দ্বিতীয় মধুচন্দ্রিমায় কাঞ্চন-শ্রীময়ী! ভাইরাল ছবি

কোথায় গেলেন যুগলে?

Kanchan Mullick- Sreemoyee chattaraj's vacation mode is it 2nd honeymoon?
Published by: Arani Bhattacharya
  • Posted:June 22, 2025 7:23 pm
  • Updated:June 22, 2025 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার একটা ছুটির দিনেই হঠাৎ কাঞ্চন আর শ্রীময়ীর ইনস্টাগ্রামে চোখ রাখতেই মিলল চমক। এমনিতেই তাঁরা টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি। নিজেদের সম্পর্ক, ভালোবাসা বিয়ে ও সন্তান কিছু নিয়েই কখনও রাখঢাক করেননি তাঁরা। এমনকি নিজেদের স্পেশাল মুহুর্তের কথাও তাঁরা প্রকাশ্যে জাহির করেছেন। তা নিয়ে কম চর্চা হয়নি এখনও যে কম চর্চা হয় তা একেবারেই না। তবে তাতে খুব একটা কর্ণপাত করেননা কাঞ্চন-শ্রীময়ী জুটি।

বিয়ের পর গিয়েছিলেন মালদ্বীপ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। এমন মধুর রসায়ন যে জুটির তাঁরা যে নিজেদের আদুরে মুহুর্ত সবার সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেবেন না একথা ভাবাই ভুল। মকধুচন্দ্রিমাতে গিয়ে নিজেদের ভালবাসায় মোড়া নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। সেসময়েও কটাক্ষ ধেয়ে এসেছে। নিজেদের মতো করে জীবনটা উপভোগ করেন তাঁরা। দুই থেকে তিন হয়েছেন। কোলে এসেছে মেয়ে কৃষভি। তাঁকে নিয়েই এখন তাঁদের গোটা জগৎ।

কিন্তু এসবের মাঝেই আবার কোথায় গেলেন কাঞ্চন-শ্রীময়ী? তাহলে কি এবার দ্বিতীয় মধুচন্দ্রিমায়? কারণ রবিবাসরীয় সকালে শ্রীময়ী ও কাঞ্চনের ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা পাহাড়ের একাধিক ছবি। ট্রেন যাত্রার ছবি। ট্রেনের মধ্যে তাঁদের তোলা আদুরে ছবি পোস্ট করে শ্রীময়ী জানান দিয়েছেন তাঁদের লোকেশন পাহাড়। স্বাভাবিকভাবেই জল্পনার শুরু সেখানেই? তবে না, জানা গিয়েছে দ্বিতীয়বার মধুচন্দ্রিমায় নয় বরং কাজেই গিয়েছেন তাঁরা। যদিও কাজটা কাঞ্চনের। আসলে উত্তরবঙ্গে শুরু হয়েছে উইন্ডোজের নতুন ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং। আজ তারই প্রথম দিন। সেই ছবিতেই অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। আর সেখানেই পৌছে গিয়েছেন অভিনেতা সপরিবারে। সঙ্গে রয়েছে ছোট্ট কৃষভী।ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের প্রথম ট্রেন জার্নির ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। শুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গে কাঞ্চনের সময় যেন ভালোই কাটছে তা বলাই বাহুইল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement