Advertisement
Advertisement
Kanchan Mullick

রাতদুপুরে ভূতের খপ্পড়ে কাঞ্চন মল্লিক! কোন ‘হাড়হিম করা’ ঘটনা ঘটল অভিনেতার সঙ্গে?

ঠিক কী ঘটেছে?

Kanchan Mullick's new video for Bhanupriya Bhooter hotel

ছবি: ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:July 2, 2025 6:17 pm
  • Updated:July 2, 2025 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের অস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্ক বহুদিন ধরেই বহাল। ‘তেনাদের’ নিয়ে চর্চারও অন্ত নেই। সেই প্রাচীনকাল থেকেই প্রেতচর্চা হয়ে আসছে বিশ্বের বিভিন্ন স্থানে। কেউ মানেন, আবার কারও কাছে ভূত মানেই আষাঢ়ে গপ্পো! তবে বাঙালিদের বোধহয় আঁতুড়ঘর থেকেই ভূতুড়ে গল্প নিয়ে আলাদা রোম্যান্টিসিজম রয়েছে। আর এবার রাতদুপুরে কাঞ্চন মল্লিক যা দেখলেন, তা অবিশ্বাস্য! কোন ‘হাড়হিম করা’ ঘটনা ঘটল অভিনেতার সঙ্গে?

Advertisement

মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই এক অদ্ভূতুড়ে ঘটনার শিকার কাঞ্চন মল্লিক! ঠিক কী ঘটেছে? গাড়িতে ওঠার পথে ড্রাইভারের সঙ্গে বাইরে দেখা। চালকই এগিয়ে আসেন অভিনেতা-বিধায়কের দিকে। কাঞ্চন বলেন- ‘চলো, কোথায় যাচ্ছ এখন?’ পালটা ড্রাইভার জানান, আমি শৌচালয়ে যাচ্ছি। আপনি গাড়িতে বসে অপেক্ষা করুন একটু, আমি এক্ষুণি আসছি। অভিনেতাও তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে পড়েন। কিন্তু এবারই ঘটে এক আজগুবি ঘটনা। কাঞ্চন গাড়িতে উঠে দেখেন, চালক তাঁর আসনেই রয়েছেন। স্বাভাবিকভাবেই দেখে প্রথমটায় ভিরমি খেয়ে যান তিনি! পালটা ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ‘তুমি ওয়াশরুমে যাবে বললে, যাওনি?’ একথা শুনে চালক নিজেই অবাক হয়ে যান। তিনি বলেন, ‘কোথায় না তো, আমি তো তখন থেকে গাড়িতেই বসে রয়েছি।…’ একথা শুনে আরও হতবাক হয়ে যান কাঞ্চন মল্লিক।

ঘটনার ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেতা। সত্যিই কি ভূতের খপ্পড়ে পড়েছিলেন কাঞ্চন মল্লিক? আসলে রিয়েল লাইফে নয়, বরং রিলে তেনাদের খপ্পড়ে পড়েন অভিনেতা-বিধায়ক। উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে দেখা যাবে কাঞ্চনকে। সেই সিনেমার এক প্রচারমূলক ঝলকের জন্যই এহেন ‘কারসাজি’ অভিনেতার। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই হরর কমেডি সিনেমায় দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদারকে দেখা যাবে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নামেই আন্দাজ করা যায় ছবিতে ভূত আর মানুষের সহাবস্থান থাকবে। ওটাই গল্পের মজা। ভূত দেখে যেমন ভয় লাগবে, তার মায়ায় পড়ার সম্ভাবনাও প্রবল। পুরোপুরি কমার্শিয়াল বিনোদনমূলক ছবি হতে। ২১ জুন থেকে শুটিং শুরু হয়েছে। প্রথমে উত্তরবঙ্গের লাভা, লোলেগাঁওতে শুটিং হয়েছে। এবার কলকাতায় শুটিংয়ের পালা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement