Advertisement
Advertisement
Kanchan-Sreemoyee

‘ঠিক এই দিনেই ১৩ বছর আগে কাঞ্চনের সঙ্গে দেখা’, আদুরে পোস্টে স্বামীকে কী বললেন শ্রীময়ী?

কী লিখলেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee 13years of togetherness
Published by: Arani Bhattacharya
  • Posted:August 9, 2025 9:07 pm
  • Updated:August 9, 2025 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা টলিপাড়ার বেশ চর্চিত জুটি। বিতক থেকে চর্চা কোনোতাই তাঁদের পিছু ছারে না। তাঁরা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁরা তাঁদের ‘হ্যাপেনিং লাইফ’ নিয়েই বেশ আনন্দে আছে। কোল আল করে এসছে ছোট্ট কৃষভি। কিন্তু কেমন ছিল কাঞ্চনের সঙ্গে দেখা হওয়ার সেই দিনটা? আজও এত বছর পড়ে তা শ্রীময়ীর স্মৃতিতে উজ্জ্বল। এদিন সোশাল মিডিয়ায় তা পোস্ট করে নিজেই জানালেন কাঞ্চনঘরনি।

Advertisement

শনিবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন শ্রীময়ী। সেখানে একটি দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন ‘ঠিক আজকের এই দিনেই ১৩ বছর আগে আমার কাঞ্চন মল্লিকের সঙ্গে দেখা হয়েছিল। সেদিনটাও ছিল একটা রাখি পূর্ণিমার দিন। সেই সময় কাঞ্চন মল্লিককে একঝলক দেখার আনন্দটা ছিল সত্যিই অন্যরকম। তাঁকে একঝলক দেখে যে আমি ঠিক কি শান্তি পেতাম বলে বোঝাতে পারব না। তাঁর মত অভিনেতার সঙ্গে সাক্ষাৎ হওয়া মানে একটা আলাদা অনুভূতি।’

 

এখানেই শেষ নয় শ্রীময়ী আরও লেখেন, ‘এরপর বন্ধুত্ব হয় আমাদের। সেই বন্ধুত্ব দিনে দিনে আরও গভীর হয়েছে। কাঞ্চন হয়ে উঠেছে আমার প্রিয় বন্ধু। এরপর প্রেম, দাম্পত্য ও তারপর সন্তান। সবটাই একটা স্বপ্ন মনে হয়। আমাদের এই যাত্রাপথ খুব মসৃণ ছিল না। কিন্তু কঠিন রাস্তা অতিক্রম করে দু’জন এক হওয়ার, স্বপ্নপূরণ করার এই ১৩ বছরের জার্নিটাই আমার কাছে খুব স্পেশাল।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement