Advertisement
Advertisement
Kanchan-Sreemoyee

মা-বাবার সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে কৃষভি, স্নানযাত্রার উৎসব কেন স্মরণীয় হয়ে থাকবে কাঞ্চন-শ্রীময়ীর?

দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার উৎসবে শামিল কাঞ্চন-শ্রীময়ী।

Kanchan, Sreemoyee at Digha Jagannath Temple for snanyatra with Krishvi
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2025 8:14 pm
  • Updated:June 11, 2025 8:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন-শ্রীময়ী দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। তাই সুযোগ পেলেই মন্দিরে ছুটে যান। বাড়িতেও আধ্যাত্মিক পরিবেশ। কালীপুজো, লক্ষ্মীপুজো থেকে রথ-রাস সবটাই পালন করেন কাঞ্চন-শ্রীময়ী। গত পয়লা বৈশাখের দিনও কালীঘাটে পুজো দিয়ে দিন শুরু করেছিলেন। এবার মেয়েকে নিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন টলিউডের তারকাদম্পতি।

Advertisement

স্নানযাত্রার উৎসবে শামিল হয়ে কেমন কাটল সারাটা দিন? বুধবার দিঘা থেকেই সংবাদ প্রতিদিন ডট ইন-কে শ্রীময়ী জানিয়েছেন, “শান্ত, নির্জন পরিবেশ। ভিড়ে ঠেলাঠেলি নেই। নির্বিঘ্নে শান্তিতে পুজো দিতে পেরে ভীষণ খুশি আমরা।” আর কৃষভির জগন্নাথ দর্শন কেমন হল? এপ্রসঙ্গে জানালেন, “পুরোহিত যখন রাধাকৃষ্ণের গলার মালা ওকে পরিয়ে দিল ও ভীষণ খুশি হয়েছে। খুব আনন্দ করেছে আসলে আমরা ভীষণ টেনশনে ছিলাম এত ভিড়ে ওকে নিয়ে যাব কিনা? তবে দেখলাম, এত সুন্দর সিস্টেম পুজো দেওয়ার। পুরোহিত নিজে এসে কাঞ্চনকে বললেন আরতি করার কথা। আমরা মঙ্গলারতি দেখলাম সকলে। মন্দিরের পরিবেশ, মূর্তি কী যে সুন্দর, তা ভাষায় অবর্ণনীয়। আর সবথেকে ভালো লাগল, মন্দিরে ভীষণ হাইজিন মেনটেন করা হয়।” কথাপ্রসঙ্গে শ্রীময়ী এও জানালেন যে, “আগামী ১ জুলাই পর্যন্ত দিঘার সমস্ত হোটেলে ফুল বুকিং রয়েছে। আসাম থেকেও লোকজন এসেছেন জগন্নাথ দর্শন করতে। সবার তো সবসময়ে পুরী যাওয়া হয় না, উপরন্তু ওখানে এত ভীড়। পাণ্ডাদের বাড়বাড়ন্ত। তবে দিঘায় এসব সমস্যা নেই। তাছাড়া এখানে আসাটা পকেট ফ্রেন্ডলিও। কৃষভি যেহেতু প্রথমবার ঘুরতে বেরল আমাদের সঙ্গে, তাই এই দিনটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে।” জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘার পর্যটন শিল্প যে ইতিমধ্যেই উন্নত হয়েছে, সেকথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি।

এযাৎকাল বাঙালিদের কাছে শ্রীক্ষেত্র মানেই ছিল পুরী। তবে বাংলার পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এপ্রিল মাসের শেষ সপ্তাহে দিঘায় নতুন নীলাচলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল প্রায় সিংহভাগ টলিউড। তারকা সমাবেশে জাঁকজমক করে জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা হয়। তবে মেয়ে কৃষভির মুখেভাতের অনুষ্ঠান থাকায় সেদিন দিঘায় হাজির থাকতে পারেননি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাই শুভ তিথিনক্ষত্র দেখে মঙ্গলবারই রওনা হয়েছেন তাঁরা। কারণ বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা। সঙ্গে নিয়ে গেলেন ছোট্ট কৃষভিকেও। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, মায়ের কোলে চড়ে হাসিমুখে খুদের জগন্নাথ দর্শনের ঝলক।

উল্লেখ্য, কাঞ্চনের বাড়িতেও জগন্নাথদেব রয়েছেন। অতঃপর বাড়িতেও যে পুজো হবে, সেটা বলাই বাহুল্য। বিধায়কপত্নী জানিয়েছেন, তাঁদের বাড়িতেও নিয়ম মেনে বুধবার জগন্নাথদেবকে স্নান করিয়ে গিয়েছেন নিত্য পুরোহিত। তবে খাওয়াদাওয়ার বিষয়ে নিয়মের আতিশয্য মানেন না শ্রীময়ী। তাই উপোস করে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মাছ-ভাত খেয়েই মধ্যাহ্নভোজ সেরেছেন তাঁরা। দিঘার মন্দিরে পুজো দেওয়ার প্রতিটা মুহূর্ত তাঁরা উপভোগ করেছেন, জানালেন শ্রীময়ী চট্টরাজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ