Advertisement
Advertisement
Kanchan-Sreemoyee Raktabeej 2

‘ভুয়ো পরিচয়পত্র’ শ্রীময়ীর, ধরতে গেলেন ‘পুলিশ’ কাঞ্চন, পঞ্চমীর সকালে সেলেব দম্পতির কোন রহস্য ফাঁস?

কী জানালেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee shares Raktabeej 2 role
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2025 12:11 pm
  • Updated:September 27, 2025 12:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থী থেকেই কাঞ্চন-শ্রীময়ীর পুজো শুরু। ‘রক্তবীজ ২’-এর প্রিমিয়ার দিয়েই শারদোৎসবের শুভ সূচনা করলেন টলিপাড়ার তারকাদম্পতি। কারণ নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চনের সঙ্গে যদিও আড়াই দশক আগে ‘জনতা এক্সপ্রেস’-এর সুবাদেই প্রথম কাজ। পরবর্তীতে অভিনেতা উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন, বললেও অত্যুক্তি হয় না! তবে শ্রীময়ী চট্টরাজ এই প্রথমবার নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে। যার ফলে উচ্ছ্বসিত অভিনেত্রী আপাতত সপ্তম স্বর্গে।

Advertisement

মাসখানেক আগে শুটিংয়ের সময়েই জানা গিয়েছিল যে, টলিপাড়ার অন্যতম চর্চিত সেলেব দম্পতি কাঞ্চন-শ্রীময়ীকে ‘রক্তবীজ ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। কিন্তু কোন ভূমিকায় থাকছেন কৃষভির মা-বাবা? সেটা রিবিজের আগমুহূর্ত পর্যন্ত ফাঁস করেননি নির্মাতারা। এবার পঞ্চমীর সকালে বড় আপডেট দিলেন শ্রীময়ী। অভিনেত্রীকে দেখা যাবে ‘নুরি বিবি’ নামের এক চরিত্রে। আর তারকা-বিধায়ক থাকছেন পুলিশ ‘নিত্যানন্দ পুততুণ্ডি’র ভূমিকায়। যাঁকে ‘বাঁকা চাঁদ’ বলেও সম্বোধন করতে দেখা যাবে ছবিতে। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কে, কীভাবে পুলিশের জালে ধরা পড়ল? এহেন ট্যুইস্ট জানতে হলে বড়পর্দায় দেখতে হবে’রক্তবীজ ২’। সদ্য বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই সিনেমা।

Kanchan Mallik allegedly harassed doctor, Sreemoyee Chattoraj reacts

উইন্ডোজ-এর সঙ্গে কাজ, নতুন চরিত্র নিয়ে কী বলছেন শ্রীময়ী? অভিনেত্রী জানালেন, “‘রক্তবীজ ২’ সিনেমাতে আমার অভিনীত চরিত্রের নাম নুরি বিবি। আমি এর আগে কখনও এরকম চরিত্রে অভিনয় করিনি। এবং যে চরিত্রতে অভিনয় করেছি, এটি একদম বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্য ঘটনা অবলম্বনে একটা চরিত্র। বর্তমান পরিস্থিতিতে মানুষ ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কীভাবে অনবরত অপরাধ করে যাচ্ছে? নুরিবিবি চরিত্রটা সেরকমই একটি চরিত্র। যাঁরা ‘রক্তবীজ টু’ দেখেছেন, তাঁরা হয়তো এই চরিত্রটার সম্পর্কে জানতে পেরে গিয়েছেন। আসলে আমরা তো অভিনেত্রী এবং প্রত্যেক শিল্পীরা চায় ভালো ভালো চরিত্রে নিজেকে যাপন করতে। উপরন্তু সেটা আবার যদি হয় উইন্ডোজ প্রোডাকশন হাউজ, ছোট থেকে বড় প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে, বাকেট লিস্টে থাকে, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ উইন্ডোজ-এর সাথে কাজ করার। আমারও খুব ইচ্ছে ছিল। কারণ এঁদের হাত ধরে বড় পর্দায় অভিনয় করা মানে, অভিনেত্রী হিসেবে আমার জার্নিটা একধাপ এগিয়ে যাওয়া।”

কাঞ্চনপত্নীর সংযোজন, “এখনও জীবনে অনেকটা পথ চলা বাকি। তাও বলব সব মিলিয়ে ২০২৫ সালের দুর্গাপূজোটা আমার কাছে অন্যরকম। কারণ এই বছর দুর্গাপুজোয় ‘রক্তবীজ ২’ মুক্তি পেয়েছে, যেখানে আমাকে শিবুদা,নন্দিতাদি, জিনিয়াদি নুরি বিবির মতো ইন্টারেস্টিং একটি চরিত্রে অভিনয় করার সুযোগ‌ দিয়েছেন। আমি ওঁদের কাছে খুব কৃতজ্ঞ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ