সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগের ঘটনা, শিয়ালদহ স্টেশন চত্বরে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে দেখা গিয়েছিল একেবারে রনং দেহী মূর্তিতে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল সকলের। এ কোন রূপে দেখছেন তাঁরা তাঁদের পছন্দের অভিনেত্রীকে? আচমকা এমনটা মনে হলেও পরে বোঝা যায় এটি নিতান্তই প্রচার কৌশল নতুন কোনও ছবির জন্য। তবে কোন ছবির জন্য এহেন প্রচার কৌশল তা যদিও বোঝা যায়নি। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রকাশ্যে আনলেন ছবির নাম এবং একইসঙ্গে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন তিনি।
শনিবার একটি ভিডিও নিজের সোশাল মিডিয়া পেজে পোস্ট করে তিনি বলেন, “সাম্প্রতিককালে শিয়ালদহ স্টেশনে যে ঘটনা ঘটেছে তা আমার নতুন ছবির প্রচারের জন্য। ছবির নাম ‘কপাল’। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এমনটা করিনি। তবুও যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে তাহলে আমরা ক্ষমাপ্রার্থী।”এদিন প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। সেই নিয়েও দর্শকের কাছে অনুরোধ জানান অভিনেত্রী ট্রেলারটি দেখার জন্য। বলেন, “আমাদের ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপনারা সবাই আমাদের ছবিটির ট্রেলারটা দেখবেন। আমাদের পাশে বরাবরের মতোই থাকবেন। আমাদের ছবি আশা করি আপনাদের ভালো লাগবে।”
উল্লেখ্য, কিছুদিন আগে শিয়ালদহ স্টেশনে তাঁকে দেখা গিয়েছিল সবুজ সালোয়ার কামিজে সেজে রীতিমতো দুই ব্যক্তির সঙ্গে বচসায় জড়াতে। কথাকাটি চরম পর্যায়ে পৌঁছেছে এমনতাই মনে হচ্ছিল দেখে। তবে তা ছিল আসন্ন বাংলা ছবি ‘কপাল’র প্রচারণার অংশ। ‘কপাল’ ছবির গল্পটি কুলি, রিকশাওয়ালা, রাস্তার বিক্রেতা এবং শ্রমিকদের মতো সাধারণ মানুষের জীবনের উপর ভিত্তি করে তৈরি। পরিচালক শুভেন্দু ঘোষের ছবি ‘কপাল’ ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.