সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ভারতে নিষিদ্ধ হয়েছে পঁচিশটি অ্যাপ। দর্শকদের পাতে কুরুচিকর, অশ্লীল কন্টেন্ট পরিবেশন করার অভিযোগেই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। জানা যায়, নিষিদ্ধ হওয়া ওই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে বেশ কয়েক বছর ধরেই আপত্তিকর বিজ্ঞাপন ও ‘সফট পর্ন’ গোছের কন্টেন্ট দেখানো হচ্ছিল। যা কিনা জনমানসে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে বলেই অভিযোগ। এবার সেসব ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করাতেই উচ্ছ্বসিত কঙ্গনা রানাউত।
নিষিদ্ধ হওয়া ওই অ্যাপগুলির তালিকায় নাম রয়েছে- ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো প্ল্যাটফর্মগুলির। সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই অ্যাপ ও ওয়েবসাইটগুলির অ্যাকসেস বন্ধ হয়। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন কঙ্গনা রানাউত।
কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তকে সমর্থন করে সুর চড়িয়েছেন হিমাচল প্রদেশের মাণ্ডির তারকা সাংসদ। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, “আমাদের দেশের সামগ্রিক সংস্কৃতি এবং বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য সরকারের এহেন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সমাজ রক্ষার জন্য এহেন পদক্ষেপ বহুল প্রতীক্ষিত ছিল। এবং অবশেষে সেটা কার্যকরী হল। এই অ্যাপগুলি, বিশেষ করে অবৈধ অ্যাপগুলির বিরুদ্ধে গৃহীত এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.