Advertisement
Advertisement
Kangana Ranaut

শেষমেশ ‘প্রেমিকের’ পরিচয় ফাঁস করলেন কঙ্গনা! আদিত্য-হৃতিকের পর এখানেও মান-অভিমান?

ভাইরাল ছবিতে কে সেই 'পরদেশিবাবু'?

Kangana Ranaut BREAKS Silence on Dating Mystery Man | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 13, 2024 5:54 pm
  • Updated:January 13, 2024 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুম্বইয়ের এক হাইপ্রোফাইল সালোঁর বাইরে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) দেখা গিয়েছে এক ‘পরদেশিবাবু’র সঙ্গে। হাতে হাত। পাপারাজ্জিদের দেখে ক্যামেরার দিকে হাসিমুখে পোজ দিয়েছেন উভয়েই। কোনওরকম রাখঢাক চোখে পড়েনি। কঙ্গনার ভাইরাল সেই ছবি ঘিরে দিনভর চর্চা তুঙ্গে। সোশাল মিডিয়ার সেসব পোস্ট নজর এড়ায়নি অভিনেত্রী। এবার সেই রহস্যময় ব্যক্তির পরিচয় ফাঁস করলেন কঙ্গনা রানাউত।

Advertisement

বছরখানেকে এই প্রথমবার কোনও পুরুষ বন্ধুর হাত ধরে দেখা গেল কঙ্গনা রানাউতকে। সেই থেকেই জল্পনার সূত্রপাত! তাহলে কি বলিউডের ক্যুইন প্রেমে পড়েছেন? ভাইরাল ছবি দেখে কৌতূহল সর্বত্র। অনুরাগীদের একাংশ তো আগেভাগেই শুভেচ্ছা জানিয়ে দিলেন।

পরনে আকাশি লং ড্রেস। চোখে রোদচশমা বিদেশি বন্ধুর হাত ধরে সালোঁ থেকে বেরতে দেখা গেল কঙ্গনা রানাউতকে। কে এই ব্যক্তি? তাঁর পরিচয়নিয়ে ধন্দের অন্ত নেই। তবে সেই বিশেষ বন্ধুকে নিয়ে যে কোনও লুকোচুপি করতে চাননি অভিনেত্রী, তা বেশ স্পষ্ট। বছর দুয়েক আগেই বিয়ে, সুখী গৃহকোণের পরিকল্পনা জানিয়েছিলেন কঙ্গনা রানাউত। তখন থেকেই জল্পনার সূত্রপাত। শনিবার দিনভর ওই ভাইরাল ছবি ঘিরে চর্চা হওয়ার পর শেষবেলায় মুখ খুললেন কঙ্গনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘পরদেশিবাবু’র হাত ধরে কঙ্গনা! কার প্রেমে পড়লেন ‘ক্যুইন’?]

ইনস্টা স্টোরিতে ভাইরাল ওই ছবি পোস্ট করে ‘ক্যুইন’-এর ব্যাখ্যা, “সালোঁর বাইরে প্রায়ই ওঁর সঙ্গে আমি সময় কাটাই। আর কালকের সেই ছবি নিয়ে আমার কাছে এর মধ্যেই এত ফোন, মেসেজ এসেছে, এমনকী বলিউড মাধ্যম তো রসাল সব গল্পও জুড়ে দিয়েছে। আচ্ছা কোনও মহিলা-পুরুষ একসঙ্গে রাস্তায় হাঁটলে সেটা শুধু যৌনতার সম্পর্ক হয় না। সেটা বন্ধু, সহকর্মী এমনকী ভাইবোনও হতে পারে। কিংবা কখনও কখনও ঘনিষ্ঠ কোনও হেয়ারস্টাইলিস্টও হতে পারে। যাঁর সঙ্গে বছর খানেকের বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই।”

একসময়ে কঙ্গনার নাম জড়িয়েছিল আদিত্য পাঞ্চলি, অধ্যয়ন সুমন থেকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গেও। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আদিত্যর প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী, কঙ্গনাকে পাল্টা দিয়েছিলেন তাঁর স্ত্রী জরিনা ওয়াহিবও। একদা অধ্যয়ন বলেছিলেন, কঙ্গনার সঙ্গে সম্পর্কটা বেজায় টক্সিক হয়ে গিয়েছিল। অন্যদিকে, হৃতির রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তো কোর্ট-কাছারি অবধি গড়িয়েছিল।

[আরও পড়ুন: নেই জল, নেই খাবার, শৌচালয়ও দূরঅস্ত! ৪ ঘণ্টা আটকে, ভয়াবহ অভিজ্ঞতা রাধিকা আপ্তের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement