Advertisement
Advertisement
Kangana Ranaut Shah Rukh Khan

আচমকাই শাহরুখকে ‘আক্রমণ’ কঙ্গনার, ‘ওঁর থেকে আমার স্ট্রাগল বেশি’, হুঙ্কার বলিউডে ব্রাত্য ‘ক্যুইন’-এর!

নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে কিং খানের সঙ্গে তুলনা টেনে খোঁচা কঙ্গনার!

Kangana Ranaut Compares Her struggle to Shah Rukh Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:October 14, 2025 12:55 pm
  • Updated:October 14, 2025 12:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক এবং কঙ্গনা রানাউত যেন একে-অপরের সমার্থক। বরাবর বেফাঁস মন্তব্য বা পোস্টের জেরে চর্চার শিরোনামে বিরাজ করেছেন অভিনেত্রী। সে বলিউডের ময়দান হোক কিংবা রাজনৈতিক ইস্যু, সবেতেই ‘রণং দেহি’ সাংসদ-নায়িকা। এবার নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে কিং খানকে খোঁচা দিয়ে বসলেন বলিউডের ক্যুইন!

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীতে পৌঁছেছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে নিজের জীবনসংগ্রামের তুলনা টেনে ফের বেফাঁস মন্তব্য করলেন সাংসদ নায়িকা। কঙ্গনা বলেন, “আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার সিনেইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে। আপনারা শাহরুখ খানের কথা বলেন- ও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার গ্রাম ‘ভামলা’র নামও বোধহয় এর আগে কেউ শোনেননি।” এখানেই অবশ্য থামেননি কঙ্গনা রানাউত।

সাংসদ-নায়িকার সংযোজন, “হয়তো অনেকেই আমার কথায় সায় দেবেন না কারণ আমি মারাত্মক সৎ। আর সেটা শুধু অন্য মানুষদের সঙ্গে নয়। আমি নিজেও নিজের কাছে সৎ।” প্রসঙ্গত অতীতে বলিউডের দুই সুপারস্টার খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন কঙ্গনা রানাউত। শোনা যায়, শাহরুখের ‘জিরো’ এবং সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। কিন্তু সে প্রস্তাব পত্রপাঠ নাকচ করেন তিনি। কিন্তু কেন? এপ্রসঙ্গে সাম্প্রতিক অতীতে কঙ্গনা জানান, “একসময়ে আমি ওঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রিতে দশ বছর অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমাকে বলা হয়েছিল, আইটেম নম্বর কিংবা কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্য আমি যথাযথ নই। তাই কাজ না পেয়ে আমি যখন নিজের পথে হেঁটে ‘তনু ওয়েডস মনু’, ‘মনিকর্ণিকা’, ‘ক্যুইন’-এর মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। এই ইন্ডাস্ট্রিতে একজন মহিলা হয়ে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছি। কাজেই অন্যের বিপরীতে অভিনয় করতে যাব কেন? কিংবা দুটো দৃশ্যে মুখ দেখানোর জন্য আইটেম নম্বরেই বা পারফর্ম করব কেন? এসবের কোনও দাম আছে আদৌ?”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ