Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

অপারেশন সিঁদুরের প্রশংসা করে নির্দিষ্ট ধর্মকে অপমান! পুণের ধৃত আইন ছাত্রীর পাশে কঙ্গনা

দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন শর্মিষ্ঠা।

Kangana Ranaut demands release of Sharmishta Panoli
Published by: Sayani Sen
  • Posted:June 1, 2025 2:36 pm
  • Updated:June 1, 2025 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের প্রশংসা করে নির্দিষ্ট ধর্মকে অপমান! কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার পুণের ধৃত আইন ছাত্রী শর্মিষ্ঠা পানোলি। তাঁর পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাউত।

অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমি সমর্থন করি শর্মিষ্ঠা যা বলেছেন, সেই শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়। কিন্তু নবাগতরা সাধারণত এই ধরনের ভাষা ব্যবহার করেই থাকেন। তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এটাই যথেষ্ট। তাঁর উদ্দেশে কুমন্তব্য করা কিংবা অপমান করার প্রয়োজন নেই। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।”

Sharmishta Panoli

উল্লেখ্য, পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য করেন। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।

প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করেও লাভ হয়নি। কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তাঁরা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি। তাই কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরও সতর্ক হয়ে কোনও পোস্ট করব।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement