সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে হিটের দেখা নেই, তবে কঙ্গনা রানাউত নিজের বাক্যবাণেই সুপারহিট। প্রায়দিনই বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে থাকেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। তবে এবারে কারণ অন্য। অভিনেত্রীর বিয়ের জল্পনা তুঙ্গে। আবার নিজেই সাংবাদিকদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করছেন।
কঙ্গনা নিজেই বিয়ের কার্ড বিলির ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসকে আলো দিয়ে সাজানো হয়েছে। সামনে দাঁড়ি পাপারাজ্জির প্রশ্ন, তাহলে কি কঙ্গনা বিয়ে করছেন? কাকে মন দিলেন অভিনেত্রী? ঠিক এমন সময় কঙ্গনার গাড়ি এসে যায়। সাংবাদিকরা অভিনেত্রীকে ক্রমাগত বিয়ে নিয়ে প্রশ্ন করতে থাকেন। “খবর তো আপনারা ছড়ান। আমি শুধু খুশির খবর দিই”, একথা বলেই কার্ড দেন কঙ্গনা।
নাহ, নিজের বিয়ের কার্ড কঙ্গনা দেননি, তিনি দিয়েছেন ‘টিকু ওয়েডস শেরু’র (Tiku Weds Sheru) কার্ড। অভিনেত্রীর প্রযোজনা সংস্থার নতুন ছবি। যাতে সিরাজ খান আফগানি ওরফে শেরুর ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। তাঁর বিপরীতে তসলিম খান ওরফে টিকুর চরিত্রে রয়েছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী অভনীত কউর (Avneet Kaur)।
Khabar pakki hai and you’re all invited for the trailer launch tomorrow! 🤩, June 23
— Kangana Ranaut (@KanganaTeam)
আগামী ২৩ জুন থেকে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে সাই কবীর পরিচালিত ‘টিকু ওয়েডস শেরু’। প্রথমে এই সিনেমায় ইরফান খানকে নেওয়ার ইচ্ছে ছিল প্রযোজক কঙ্গনার। অভিনেতার মৃত্যুর পর নওয়াজকে বেছে নেন তিনি। নওয়ার পর তাঁর থেকে ২৭ বছরের ছোট নায়িকা অভনীতকে বাছা হয়। সে সময় নায়ক-নায়িকার বয়সের ফারাক নিয়ে প্রশ্ন উঠেছিল। জবাবে কঙ্গনা জানিয়েছিলেন, গল্পের তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.