সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষা নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হলেন কঙ্গনা রানাউত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তাঁর আসন্ন ছবি ‘মণিকর্ণিকা-দা কুইন অফ ঝাঁসি’ প্রসঙ্গে কথা বলছিলেন। সেখানেই গোরক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলিউডের ‘ক্যুইন’৷
অভিনেত্রী বলেন, ‘‘আমি যে বায়োপিকে কাজ করছি। সেখানে একটা দৃশ্য ছিল যেখানে আমাকে একটি বাছুরকে বাঁচাতে হবে। কিন্তু, সেই শুটিং শুরুর পরই আলোচনা শুরু হয় দৃশ্যটি আদৌ রাখা হবে কি না, তা নিয়ে।’’ অনেকেই বলেন, ‘‘আমরা নিজেদের গোরক্ষক হিসাবে দেখাতে চাইছি না। তাই শেষ পর্যন্ত দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়া হয়।’’ কঙ্গনা বলেন, ‘‘কিছু মানুষের মনোভাবের জন্য এ ধরনের পরিবর্তন দুর্ভাগ্যজনক৷’’ একই সঙ্গে গত দু’বছর ধরে গোরক্ষার নামে হত্যা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তাও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিনেত্রী।
Right wing icons Kangana & Sadhguruji criticize liberals and sort of justify people getting violent to protect cows in India.
— Od (@odshek)
ওই সাক্ষাৎকারেই উদারবাদীদের কটাক্ষ করে কঙ্গনা বলেন,‘‘উদারবাদীরা নিজেদের অঙ্গুলি হেলনে সমাজকে চালাতে চায়। তারা তখনই তোমাকে সঙ্গে নেবে, যখন দেখবে তুমি তাঁদের ঘৃণা করছ, যাদের তাঁরা ঘৃণা করেন। সাক্ষাৎকারের একটি অংশ উদারবাদীদের গৃহযুদ্ধ বাঁধানোর জন্যও অভিযুক্ত করেন কঙ্গনা। ‘কুইন’ কঙ্গনার এই মন্তব্যেই তীব্র সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.