Advertisement
Advertisement
Kangana Ranaut

অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির টিজার, বন্দুক হাতে রণংদেহী মেজাজে কঙ্গনা

ছবিতে এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

Kangana Ranaut starrer 'Dhaakad' movie teaser is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 12, 2022 6:59 pm
  • Updated:April 12, 2022 6:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্কপ্রিয় বলেই তাঁর খ্যাতি। সেই কারণে আবার নানা বিতর্ক হয়ে থাকে। তার জন্য একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নাম। তবে এবারে ভিন্ন কারণে খবরে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে কঙ্গনার নতুন ছবি ‘ধাকড়’-এর টিজার (Dhaakad Teaser)।

Advertisement

Dhaakad 1

টিজার দেখেই বোঝা যাচ্ছে, অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে ‘ধাকড়’। রজনীশ ঘাই পরিচালিত ছবিতে স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই।

[আরও পড়ুন: ফের দক্ষিণী ছবিতে দীপিকা পাড়ুকোন, জুনিয়র এনটিআরের সঙ্গে জুটিতে রণবীর ঘরণি

আদ্যোপান্ত এই অ্যাকশন সিনেমার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে কঙ্গনাকে। তার ফল দেখাও যাচ্ছে সদ্য প্রকাশিত হওয়া টিজারে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘থালাইভি’ ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। তবে ‘ধাকড়’ ছবির জন্য আবার ওজন কমিয়ে নিয়েছেন অভিনেত্রী। ছিপছিপে চেহারায় ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। 

Dhaakad Teaser

কঙ্গনা ছাড়াও এ ছবিতে অর্জুন রামপাল (Arjun Rampal)। রুদ্রবীরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। রোহিনীর চরিত্রে রয়েছেন দিব্যা দত্ত এবং হ্যান্ডলারের ভূমিকায় দেখা যাবে বাংলার তারকা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। বুদাপেস্টে কঙ্গনার সঙ্গে এই ছবির শুটিং করেছিলেন শাশ্বত। অল্প সময়ের শুটিংয়েই দারুণ মজা হয়েছিল। কঙ্গনার উদ্যোগেই সকলে সিনেমা দেখতে গিয়েছিলেন, সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা। ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধাকড়’। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: রাজনীতিতে আসছেন দেবলীনা কুমার! বালিগঞ্জে ভোট দিয়ে কী জানালেন অভিনেত্রী?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ