Advertisement
Advertisement
Kantara: Chapter 1

‘কান্তারা’ জ্বরে কাঁপছে কলকাতাও! স্পেশাল স্ক্রিনিংয়ে উপচে পড়ল ভিড়

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Kantara: Chapter 1 special screening held in kolkata
Published by: Arani Bhattacharya
  • Posted:October 5, 2025 12:29 pm
  • Updated:October 5, 2025 12:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ শেট্টি পরিচালিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ইতিমধ্যেই দর্শকের পছন্দের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২২ সালে ‘কান্তারা’ ছবির পর এবার ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’র জনপ্রিয়তার মাঝেই কলকাতায় হয়ে গেল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে উপচে পড়েছিল দর্শকের ভিড়।

Advertisement

উল্লেখ্য, এর আগে ‘কান্তারা’ ছবিটি ব্যবসার নিরিখে এগিয়ে রয়েছে বিপুল্ভাবে। ৪০০ কোটির ব্যবসা করেছিল এই ছবি। এবার ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ছবির বক্স অফিস কালেকশনও বেশ উল্লেখযোগ্য। এই ছবির নক্স অফিস কালেকশন তিন্দিনের মাথায় ২২৫ কোটি টাকা। ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে কর্নাটকের অতি প্রাচীন সংস্কৃতি। যা দর্শকের বিশেষভাবে নজর কেড়েছে। কলকাতাতেও এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দর্শকের থেকে বেশ ভালো সাড়া পেয়েছে এই ছবি। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

২ অক্টোবর মুক্তি পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। ওই একই দিনে গোটা দেশে সাতটি ভাষায় মুক্তি পেয়েছে ঋষভ শেট্টির ‘কান্তারা আ লেজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালমের পাশাপাশি হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষাতেও মুক্তি পেয়েছে ঋষভ শেট্টির ছবি। পুজোর একগুচ্ছ বাংলা ছবির সঙ্গে জোর টক্কর হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ