সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনের কয়েকদিনের মাথাতেই কপিল শর্মার কানাডায় শুরু হওয়া নতুন ক্যাফেতে চলেছিল বন্দুকবাজের হামলা। দুর্যোগ কাটিয়ে উঠে ফের নতুনভাবে পথচলা শুরু করল কপিল-গিন্নির নতুন ক্যাফে। ধাক্কা সামলে উঠে ফের স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় ফের হাটছেন তাঁরা।
সম্প্রতি ফের খুলে গিয়েছে কানাডার বুকে কপিলের নতুন সেই ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’। সেই ছবি ইতিমধ্যেই নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কপিল ও গিন্নি দু’জনেই। সেখানেই দেখা যাচ্ছে তাদের ওই ক্যাফে কানাডার পুলিশবেষ্টিত। তবে প্রহরায় নয় বরং কপিলের ক্যাফেতে কবজি ডুবিয়ে ভূরিভোজ সারছেন তাঁরা। চলছে অতিথি আপ্যায়ন। সেই ছবি ভাগ করে নিয়ে কপিল অ গিন্নি ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ মেয়র ব্রেন্ডা লক এবং সমস্ত পুলিশ আধিকারিকদের যাঁরা আমাদের ক্যাফেতে এলেন ও আমাদের এতটা ভালোবাসলেন ও পথচলায় সামিল হলেন। আমরা সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ।’ সেই পোস্টে বিন্দু সিং থেকে শুরু করে বহু বিশিষ্টজনেরা তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, জুন মাসে নতুন পথচলা শুরু করেছিল কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি চাতার্থ। উদ্বোধনের কিছুদিনের মাথাতেই হয় তাদের কানাডার ওই ক্যাফেতে দুষ্কৃতি হামলা। জানা যায় যে, আচমকাই একটি গাড়ি করে এসে একদল দুষ্কৃতি। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। জানা গিয়েছিল, বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাংই এদিন হামলা চালিয়েছে কপিলের ক্যাফেতে। সেই দায় তারা স্বীকারও করেছিল ওই গোষ্ঠী। কপিলের নতুন এই ‘ক্যাপস ক্যাফে’একেবারেই কপিল ও তাঁর ঘরনি গিন্নির বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তাঁরা সাজিয়েছিলেন নিজেদের নতুন ক্যাফে। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাঁদের ক্যাফের অন্দরমহল। খাবারেও রয়েছে সুস্বাদু নানা পদ। এবার সেইসব কিছুই আবার ফিরছে নতুন আঙ্গিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.