সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে তাঁর বিশাল এক সাম্রাজ্য। বহু কাল্ট ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডে। শুধু তাই নয় বহু নতুন অভিনেতা-অভিনেত্রীর তাঁর হাত ধরে নতুন পথচলা শুরু করেছে কারোর আবার ফিল্মি জগতে নবজন্ম হয়েছে। তিনি প্রযোজক-পরিচালক করণ জোহর। তবে বলিউডকে যিনি এতকিছু উপহার দিয়েছেন তাঁর স্বাস্থ্য নিয়েই বহুদিন ধরে শুরু হয়েছে জল্পনা। যা থামার কোনও লক্ষণই নেই। অনেকের মনেই ধারণা হয়েছিল যে করণ জোহরের শরীরে বাসা বেঁধেছে এমন কোনও রোগ যার কারণে হু হু করে ওজন কমেছে তাঁর। এবার এই নিয়ে মুখ খুললেন করণ নিজেই।
কয়েক মাস ধরেই করণের চেহারায় এসেছে আমূল পরিবর্তন। একধাক্কায় কমেছে ২০ কেজি মতো ওজন। এবার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনায় ইতি টানতে এবার মুখ খুললেন বলিউডের প্রথিতযশা পরিচালক ও প্রযোজক করণ জোহর। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে করণ বলেন, “আমি সবাইকে বলতে চাই যে আমি একদম সুস্থ আছি। আমার শারীরিক কোনও অসুস্থতা নেই। কোনও ভয়ংকর রোগ আমার শরীরে বাসা বাঁধেনি। আমি সঠিক নিয়ম মেনে ওজন কমিয়েছি। এর জন্য আমার কোনও অসুবিধা হয়নি বরং আমি এখন খুব ভালো। আছি নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। লোকজন তো আমাকে প্রায় মেরেই ফেলেছিলেন। দুশ্চিন্তা করবেন না। আমি একদম সুস্থ আছি।”
জানা যাচ্ছে, আজকাল নাকি নিজেকে একদম সুস্থ রাখতে ‘ওম্যাড'(ওয়ান মিল আ ডে) ডায়েট মানছেন করণ। সারাদিনে তাই নাকি ডায়েট মেনে একবেলাই খাবার খান তিনি। ডায়েটে থাকে নাকি পুরোপুরি নিরামিষ খাবার। ছেড়েছেন স্বাস্থ্য রক্ষার জন্য চিনি ও দুগ্ধজাত খাবারও। সন্তানদের মুখের দিকে তাকিয়েই নাকি এই সিদ্ধান্ত করণের। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে দীর্ঘায়ু করতেই নিজের জীবনযাপনে পরিবর্তন এনেছেন তিনি। মেনে চলছেন সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সমস্ত নিয়ম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.