Advertisement
Advertisement
Karan Johar

বিমানের বাথরুমে সঙ্গম! হাতেনাতে ধরা পড়েছিলেন করণ জোহর, গোপন তথ্য ফাঁস করলেন পরিচালক

টাইগার শ্রফ ও কীর্তি স্যাননের সামনে গোপন তথ্য ফাঁস করলেন করণ।

Karan Johar recalls on Koffee with Karan 7 how he tried to have physical intimacy on a plane but almost got caught | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 1, 2022 5:48 pm
  • Updated:September 1, 2022 5:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টক শো ‘কফি উইথ করণ’ মানেই বিতর্ক। ‘কফি উইথ করণ’ মানেই সেলিব্রিটিদের বেডরুম রহস্য ফাঁস। অন্তত, প্রশ্নের ফাঁকে ফাঁকে করণ জোহর তারকাদের পেট থেকে বের করে নেন গোপন তথ্য। তবে এবার নিজেই নিজের ফাঁদে পড়লেন করণ (Karan Johar)। সম্প্রতি ‘কফি উইথ করণে’র এক এপিসোডে ফাঁস করে ফেললেন যৌনতা নিয়ে তাঁর গোপন কাণ্ড।

Advertisement

গপ্পোটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি করণের শোয়ে হাজির হয়েছিলেন টাইগার শ্রফ ও কীর্তি স্যানন। করণ হঠাৎ টাইগারকে প্রশ্ন করে বসলেন, আজব জায়গায় কখনও সঙ্গম করেছ? টাইগারের সাফ উত্তর বিমানের মধ্যে তিনি সঙ্গম করেছেন। ঠিক সেই সময় নিজেই, নিজের হাড়ি ভাঙলেন হাটে। করণ জানান, তিনি একবার বিমানের বাথরুমে সঙ্গম করার চেষ্টা করেছিলেন, তবে ধরা পড়ে যান! করণের কথায়, সেই ঘটনা মনে পড়লে আজও হাসি পায়।

প্রসঙ্গত, ওটিটিতেও নজর কেড়েছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইকিমধ্যেই অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর সিং, বিজয়, অনন্যা পাণ্ডেরা এই টক শো জমিয়ে দিয়েছেন। কিন্তু এরই মাঝে এক অবাক করা খবর। শোনা যাচ্ছে, আগে থেকে প্ল্যান করা সত্ত্বে দীপিকা পাড়ুকোন নাকি এই শোয়ে আসতে নারাজ। এমনকী, গুঞ্জনে রয়েছে দীপিকা নাকি স্পষ্টই করণকে জানিয়েছেন তিনি ‘কফি উইথ করণে’র অংশ হবেন না!

[আরও পড়ুন: অজস্র বানান ভুল! ক্ষমা চাওয়ার ভিডিও আপলোড হতেই বিপাকে আমির]

এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে গুঞ্জন শুরু। নিন্দুকরা বলছেন, তাহলে কি দীপিকা (Deepika Padukone) ও করণের (Karan Johar) সম্পর্কে তিক্ততা? তবে শোনা যাচ্ছে, বিতর্ক থেকে দূরে থাকতেই নাকি দীপিকার এমন সিদ্ধান্ত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

আসলে, সোনম কাপুরের সঙ্গে দীপিকা একবার ‘কফি উইথ করণে’ এসেছিলেন। সেখানে রণবীর কাপুরের প্রসঙ্গে উক্তি করে বিতর্ক উসকে দিয়েছিলেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই নাকি দীপিকা এবারটা আর ‘কফি উইথ করণে’ আসবেন না! জানা গিয়েছে, দীপিকাকে নাকি রাজি করানোর জন্য করণ চেষ্টা করেই চলেছেন। তবে দীপিকা ফের এই শোয়ে এসেছিলেন আলিয়া ভাটের সঙ্গেও। সেই এপিসোড নিয়েও বিতর্কের সূত্রপাত হয়েছিল। আর এবার নিজের জালে নিজেই জড়ালেন করণ জোহর।

[আরও পড়ুন: টেলিপর্দায় ফিরছে বিক্রম বেতাল, ধারাবাহিকের ঝলকে নজর কাড়লেন জয় ও শুভাশিস]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ