Advertisement
Advertisement
Kareena Kapoor Khan

‘খাঁটি’ কোলাপুরীর প্রতি গভীর প্রেম! বিতর্কের মাঝে ইটালির ফ্যাশন সংস্থাকে কটাক্ষ করিনার

ইনস্টাগ্রাম স্টোরিতে কোলাপুরী পায়ে ছবিও শেয়ার করেছেন বেবো।

Kareena Kapoor Khan takes a dig to the Italian fashion brand over Kohlapuri controversy
Published by: Sucheta Sengupta
  • Posted:July 6, 2025 7:15 pm
  • Updated:July 6, 2025 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিল্পকলা, কারিগরদের স্বীকৃতি দেওয়ার পরও কোলাপুরী বিতর্কের অবসান ঘটাতে পারেনি ইটালির ফ্যাশন সংস্থা। তাদের ভূমিকায় নিন্দেমন্দ চলছেই। তার উপর আবার বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা চলছে সংস্থার বিরুদ্ধে। এসবের মাঝে নামী ফ্যাশন ব্র্যান্ডকে একহাত নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নবাবপত্নী করিনা কাপুর খান। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের কোলাপুরী পরা পায়ের ছবি দিয়ে বেবো লিখলেন, ‘সরি…আমার পছন্দ খাঁটি কোলাপুরী।’

Advertisement

ফ্যাশনিস্তা হিসেবে বি-টাউনে কাপুর পরিবারের ছোট মেয়ের বেশ নামডাক আছে। রাজ কাপুরের নাতনি হোক বা নবাববধূ হিসেবে করিনা বেশ কেতাদুরস্ত। ইন্ডিয়ান, ফিউশন বা ওয়েস্টার্ন – সমস্ত পোশাকে মোহময়ী বেবো। অনেক সময় আবার দুই ছেলেকে নিয়ে একেবারে সাদামাটা পোশাকেই দেখা গিয়েছে তাঁকে। নামীদামি ব্র্যান্ডের পোশাক বা জুতোর কালেকশন কম কিছু নেই তাঁর ওয়ার্ড্রোব বা শু ক্যাবিনেটে।

ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মানানসই করিনার প্রিয় কোলাপুরী চপ্পল।

তারই একটা মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কোলাপুরী চপ্পল, যা আন্তর্জাতিক খ্যাতির আলো পেয়েও আপাতত বিতর্কের শিরোনামে। এর নেপথ্যে অবশ্য ইটালির নামী ফ্যাশন ব্র্যান্ড। নিজেদের সামার কালেকশনে পুরুষদের জন্য একই ধরনের জুতো তৈরি করে মৌলিক বলে দাবি করেছে। যদিও সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠায় ঢোঁক গিলে সংস্থার CSR লরেনজো বারতেল্লি লিখিত বিবৃতি দিয়েছেন। তাতে লেখা, ‘ভারতীয় কারিগরদের হস্তশিল্পকে আমরা স্বীকৃতি জানাই।’

এসবের মাঝেই নিজের কোলাপুরী প্রেমের কথা প্রকাশ করলেন করিনা কাপুর খান। ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যাচ্ছে, তাঁর পায়ে একজোড়া কোলাপুরী। চামড়ার উপর রুপোলি ব্যান্ডের চপ্পলটি দেখতে বেশ আকর্ষণীয়। সেই ছবিতে তিনি ওই ফ্যাশন ব্র্যান্ডের নাম উল্লেখ করে যা লিখেছেন, তার সারমর্ম এই যে ওই ব্র্যান্ডের প্রতি আকর্ষণ নেই কিন্তু খাঁটি কোলাপুরী তার সবচেয়ে পছন্দের। এ থেকেই স্পষ্ট, সাম্প্রতিক বিতর্কে ‘স্বদেশি’ পণ্য নিয়ে গর্বিত বি-টাউনের এই সেলেব্রিটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement