Advertisement
Advertisement
Kareena Kapoor

‘সলমন খুব খারাপ অভিনেতা, আমার ওঁকে পছন্দ নয়’, বিস্ফোরক করিনা কাপুর!

বলিউডের খান সাম্রাজ্য নিয়ে কী মত অভিনেত্রীর?

Kareena Kapoor Said Salman Khan Is 'A Very Bad Actor'
Published by: Sandipta Bhanja
  • Posted:May 26, 2025 7:33 pm
  • Updated:May 26, 2025 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ‘সিকন্দর’-এর ভরাডুবি সলমন খানের স্টারডম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল সম্প্রতি। লাগাতার ব্যর্থতার গেরোয় পড়ে ভাইজানকে কম কটাক্ষের শিকার হতে হয়নি! কেন আর আগের মতো ব্যবসা দিতে পারছেন না সলমন? কৌতূহলের অন্ত নেই। এমন আবহেই ভাইরাল ভাইজানকে নিয়ে করিনা কাপুরের বিস্ফোরক মন্তব্য!

“শাহরুখ খানই সিনে সাম্রাজ্যের প্রকৃত বাদশা”, অনেক আগেই বলেছিলেন করিনা কাপুর খান। এবার হিন্দি সিনেপাড়ার খান সাম্রাজ্য নিয়ে নবাব বেগমের মুখে বড় কথা! আড়াই দশকের কেরিয়ারে বিভিন্ন সময়ে বলিউডের সব ‘খান’দের সঙ্গেই ঘুরিয়ে ফিরিয়ে জুটি বেঁধেছেন তিনি। তিন খানের মধ্যে প্রথম শাহরুখের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছিলেন ‘অশোকা’। পরে ‘রা ওয়ান’ ছবিতে অভিনয় করেন। আমির খানের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’, ‘লাল সিং চাড্ডা’ করেছেন। প্রথমটা সুপারহিট, দ্বিতীয়টি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে খান সাম্রাজ্যের মধ্যে সলমনের সঙ্গে সবথেকে বেশি জুটি বেঁধেছেন করিনা কাপুর। সেই ‘বডিগার্ড’ থেকে শুরু, তার পর ‘কিউঁ কি’, ‘ম্যায় অউর মিসেস খান্না’র মতো একাধিক ছবিতে জুটি বেঁধেছেন সলমন-করিনা। দর্শকরা তাঁদের জুটি পছন্দ করলেও নবাব বেগম বলছেন, “সলমন খান মোটেই ভালো অভিনেতা নন।”

উমেশ জিভনানির সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউডের তিন খানকে নিয়ে মুখ খোলেন করিনা। সেখানেই বাদশা বন্দনা করে তিনি বলেন, “শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওঁর ব্যাপারে আমাকে জিজ্ঞেস কোরো না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যাব! অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এই দুই অভিনেতার বরাবরের ভক্ত আমি।” আর মিস্টার পারফেকশনিস্ট? এক্ষেত্রে করিনার জবাব, “আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিগুলিতে ওঁকে আমার ভালো লেগেছিল। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের ভক্ত।” আর ‘অভিনেতা সলমন’কে নিয়ে কী মত? এপ্রসঙ্গে নবাব বেগমের সাফ কথা, “সলমন অভিনেতা হিসেবে খুব খারাপ। আমার ওঁকে একদম পছন্দ নয়। আমি কোনও দিনই সলমন ভক্ত ছিলাম না। আমি তো ওঁকেও বলি, সবসময়ে এত অতিরঞ্জিত করে সবকিছু।” করিনা কাপুরের সেই অতীত সাক্ষাৎকার নিয়ে বর্তমানে নেটপাড়ায় ফের হইচই!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement