সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাসভবন ‘সদগুরু শরণে’ই দুষ্কৃতীর হামলার মুখে পড়েছিলেন সইফ আলি খান। জানা যায়, যথাসময়ে সইফ সেখানে উপস্থিত না হলে দুই সন্তান জেহ-তৈমুরের পাশাপাশি বাড়ির পরিচারিকারও বড়সড় বিপদ হতে পারত। তবে নিজের জীবন বাজি রেখে দুষ্কৃতীর উপর ঝাপিয়ে পড়েছিলেন নবাব। তখনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। ঘটনার মাসখানের পেরলেও ‘অভিশপ্ত’ সেই রাতের কথা ভোলেনি পরিবার! আর সেই প্রেক্ষিতেই সইফকে ‘সিংহ’ বলে সম্বোধন করে জন্মদিনে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর।
সইফ যেহেতু নেটজগৎ থেকে শতহস্ত দূরে, তাই বেবোর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই বলিউড নবাবের গতিবিধির খবর মেলে। কখনও ছুটির মেজাজে নবাব স্বামীকে ক্যামেরাবন্দি করেন তিনি, তো কখনও বা আবার সন্তানদের সঙ্গে সইফের সময় কাটানোর ঝলকও দেখা যায় তাঁর প্রোফাইলে। ১৬ আগস্ট, শনিবার ৫৫ বছরে পা রাখলেন সইফ আলি খান। আর সেই প্রেক্ষিতেই স্বামীর জন্মদিনে আদুরে বার্তা বেবো। ইনস্টা স্টোরিতে সিংহের ছবি শেয়ার করে করিনা লিখেছেন, ‘আমাদের পরিবারের সিংহ, তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার প্রিয় স্বামী।’ সঙ্গে হৃদয় ইমোজিজুড়ে দিয়েছেন অভিনেত্রী।
শুভেচ্ছাবার্তায় হামলার রাতের কথা উল্লেখ করেননি বটে করিনা, তবে মাসখানেক আগে সইফের প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, সন্তান-পরিচারিকাকে বাঁচানোর জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীর উপর ঝাপিয়ে পড়েছিলেন সইফ। অনুরাগীরাও সেসময়ে বলিউড নবাবকে কুর্নিশ জানিয়ে ‘রিয়েল লাইফ হিরো’র আখ্যা দিয়েছিলেন।
২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সইফ আলি খান এবং করিনা কাপুর। যদিও বিয়ের আগে নানা ঘাত-প্রতিঘাত পেরতে হয়েছিল দুই তারকাকে। পতৌদি পরিবারের নবাবের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ে খবর শুনে যেমন হুমকির মুখে পড়েছিলেন সইফ-করিনা নিজে, তেমনই দুই পরিবারকেও খুনের হুমকি খেতে হয়েছিল। বলিউড নবাব একবার নিজেই জানিয়েছিলেন সেই ঘটনা। করিনার বাবা রনধীর কাপুরের কাছে অজ্ঞাত পরিচয় কেউ খুনের হুমকি দেওয়া চিঠি পাঠিয়েছিলেন। সেখানে সাফ লেখা ছিল যে, “এই বিয়ে হলে পরিবার ক্ষতিগ্রস্থ হবে এবং সইফ-করিনার বিয়ের ভেন্যুতেও হামলা চালানো হবে।” যদিও এহেন হুমকিবার্তায় বিচলিত হননি সইফ আলি খান নিজে। তার কারণ তাঁদের পরিবারে এরকম ঘটনা আগেও ঘটেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.