সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম করিশ্মা শর্মা। বলিউডে ‘রাগিনি এমএমএস’, ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো ছবিতে অভিনয় করেছেন করিশ্মা। সেই অভিনেত্রীকে কেন চলন্ত ট্রেনে ঝাঁপ দিতে হল? নিজেই ফাঁস করেছেন অভিনেত্রী।
মুম্বইয়ে লোকাল ট্রেনে করে শুটিংয়ে যাওয়ার কথা ভেবেছিলেন করিশ্মা। গন্তব্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে ওঠার আগেই দুর্ঘটনার শিকার অভিনেত্রী। মাথায় গুরুতর চোট পেয়ে আপাতত হাসপাতালে ভর্তি করিশ্মা শর্মা। সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে এই অনভিপ্রেত ঘটনার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। করিশ্মার এহেন হাড়হিম করা অভিজ্ঞতার খবরে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। ততোধিক উদ্বিগ্ন ভক্তরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।
ঠিক কী ঘটেছিল? করিশ্মা জানিয়েছেন, “গতকাল মুম্বইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলাম। পরনে ছিল শাড়ি। ওঠার সময়ে আচমকাই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা আমার লাফ দেখে এবং ট্রেনের গতিবিধি দেখে এতটাই ভয় পেয়েছিল যে ট্রেন ধরতে পারেনি। ওরা ট্রেন না ধরায় আমি চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নামার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত পিঠে-মাথায় গুরুতর চোট পেয়েছি।” বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। কেমন আছেন?
এপ্রসঙ্গে করিশ্মার সংযোজন, “আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গিয়েছে। শরীরেও জখম হওয়ার চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত রয়েছি। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন সকলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।” করিশ্মা শর্মার এক বন্ধুও হাসপাতাল থেকে অভিনেত্রীর শয্যাশায়ী ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না যে এমনটা ঘটেছে… আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গিয়েছিল, এবং ওর কিছুই মনে নেই। ওকে পড়ে যেতে দেখেই তড়িঘড়ি আমরা হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন। ওর জন্য একটু প্রার্থনা করুন দয়া করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.