Advertisement
Advertisement
Karisma Kapoor

খোরপোশে নেন ৭০ কোটি, এবার প্রয়াত সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ করিশ্মার?

ছেলের মৃত্যুর পরই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা রানি কাপুর!

Karisma Kapoor Has No Involvement In Sunjay Kapur's Rs 30,000 Crore Estate: Source
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2025 7:53 pm
  • Updated:July 28, 2025 7:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ হাজার কোটির সম্পত্তি বনাম তিন নারী। বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর, প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর এবং মা রানি কাপুর- উত্তরাধিকারের দৌড়ে কে এগিয়ে? শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব! কেন? কারণ সঞ্জয়ের মা রানি কাপুর সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ছেলের মৃত্যুর পরই নাকি তাঁকে দিয়ে বেশ কিছু নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনও করতে পারছেন না তিনি। এমন আবহেই শোনা গেল, করিশ্মাও নাকি প্রয়াত স্বামীর অগাধ সম্পত্তির ভাগ চেয়ে বসেছেন!

Advertisement

গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে বেশ কয়েকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তিনি। তবে সেটা নেতিবাচক কারণেই অবশ্য। ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স। সঞ্জয় কাপুরের ‘রসিক’ জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও! একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন সঞ্জয়। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। শোনা যায়, মধুচন্দ্রিমায় গিয়ে নাকি কাপুরকন্যা করিশ্মাকে একরাতের জন্য বন্ধুদের কাছে নিলামে তুলেছিলেন এই সঞ্জয়! তবে ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে বেশ মোটা অঙ্ক হাঁকিয়েছিলেন কাপুরকন্যা। জানা যায়, ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। এবার গুঞ্জন, প্রয়াত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ অভিনেত্রীর! যদিও করিশ্মা নিজে কোনওরকম বিবৃতি দেননি। তবে খবর, এই সোনা কমস্টার-এর মালিকানা নিয়েই নাকি বিবাদ বেঁধেছে দিল্লির কাপুর পরিবারে।

Karisma Kapoor Awaits Ex-Husband Sunjay Kapur's Body for last rites in Delhi

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের সময় দুই সন্তান সামাইরা ও কিয়ানের পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড নিয়েছিলেন করিশ্মা কাপুর। প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদ হিসেবেও পান। এবার কি তবে সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি থেকেও ভাগ পাচ্ছেন অভিনেত্রী? শিল্পপতির মা রানি কাপুরের বিস্ফোরক অভিযোগের পরই কৌতূহল সর্বত্র। যদিও রানি কাপুর তাঁর ছেলের প্রাক্তন স্ত্রী’র উদ্দেশে কোনও কথা বলেননি। তবে কি তাঁর নিশানায় প্রিয়া সচদেব নাকি পরিবারের অন্য কেউ? ঘনাচ্ছে রহস্য। অন্যদিকে বলিপাড়া সূত্রে খবর, সঞ্জয়ের উইলে করিশ্মার নাম নেই। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রই একথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রয়াত স্বামীর এই বিপুল সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা। কারণ উত্তরাধিকারের জায়গায় তাঁর নাম নেই। উলটোদিকে অভিনেত্রীও নাকি কোনও ভাগ চাননি। করিশ্মার চিন্তা শুধু দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ