Advertisement
Advertisement
kartik Aaryan

শ্রীলীলা পর্ব অতীত, নতুন নায়িকার প্রেমে মজে কার্তিক! কার সঙ্গে ‘আশিকি’ নায়কের?

'আশিকি ৩'-এর কাজ শুরু করেছেন কার্তিক-শ্রীলীলা।

kartik Aaryan has a new love in his life!

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:March 31, 2025 11:03 am
  • Updated:March 31, 2025 11:03 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ান নাকি বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’। উপরন্তু নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’। সুদর্শন চেহারা। সব মিলিয়ে ‘পাত্র’ মন্দ নয় কার্তিক আরিয়ান। অভিনেতা নাকি গোপনে প্রেম করছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যা বালন! তার পর থেকেই শ্রীলীলার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন তুঙ্গে।

Advertisement

কিন্তু সেই গুঞ্জনে কি এবার ছেদ পড়বে? শোনা যাচ্ছে, তাঁর জীবনে নতুন কেউ এন্ট্রি নিচ্ছেন। কে তিনি? আর বিষয়টাই বা কী? জানা গেছে, ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির সিকুয়েলে কার্তিকের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে সরিয়ে জায়গা করে নিতে পারেন রবিনা ট্যান্ডন-কন্যা রাশা থাডানি। প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর, অনন্যা পাণ্ডে অভিনীত ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিটি। মুদাসসর আজিজ পরিচালিত ছবিটি বক্স অফিসে ভালোই ফল করেছিল। শোনা গিয়েছিল, সেই ছবির সিকুয়েলে কার্তিক-ভূমির সঙ্গে অভিনয় করবেন শ্রীলীলা।

তবে পরিচালক মুদাসসর নাকি সম্পূর্ণ নতুন জুটি নিয়ে সিকুয়েলের কাজ করতে চান। আর সেই ভাবনা থেকেই প্রাথমিকভাবে কার্তিকের বিপরীতে শ্রীলীলাকে বেছে নেন পরিচালক । কিন্তু শ্রীলীলা ইতিমধ্যেই কার্তিকের সঙ্গে জুটি বেঁধে অনুরাগ বসু ‘আশিকি ৩’-এর কাজ শুরু করেছেন। ডুয়ার্সে ছবির একপ্রস্থ কাজও সেরে ফেলেছেন এই জুটি। আর ঠিক এই কারণেই কার্তিকের বিপরীতে নিজের ছবিতে শ্রীলীলাকে রাখতে চান না পরিচালক। বদলে নাকি রাশাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য সম্প্রতি ‘আজাদ’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন রবিনা-কন্যা রাশা। সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছে অজয় দেবগণের ভাগ্নে আমন দেবগণকে। যদিও বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ছবিটি, তবে রাশা ইন্ডাস্ট্রিতে ভালোই ছাপ ফেলেছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ