Advertisement
Advertisement
Kartik Aaryan Ananya Panday

‘প্রাক্তন’ কার্তিকের ঠোঁটে অনন্যা পাণ্ডের ঠোঁট, সম্পর্কের ইঙ্গিত ‘অভিভাবক’ করণ জোহরের?

আদিত্য রায় কাপুর অতীত!

Kartik Aaryan Kisses Rumoured Ex Ananya Panday, Karan Johar Drops New Photo
Published by: Sandipta Bhanja
  • Posted:June 2, 2025 6:59 pm
  • Updated:June 2, 2025 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে একসময়ে কান পাতলেই শোনা যেত, কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন। বলিউডের নবীন প্রজন্মের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তিনি। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক আরিয়ান। অতঃপর ঘন ঘন কোনও না কোনও নায়িকার সঙ্গে তাঁর নাম জুড়ে যায়। তবে এবার করণ জোহরের শেয়ার করা ছবিতে দেখা গেল অনন্যা পাণ্ডের সঙ্গে একেবারে ‘খুল্লমখুল্লা’ রোম্যান্সে মজে কার্তিক আরিয়ান।

এদিকে মাসখানেক ধরেই বলিপাড়ার অন্দরে কার্তিক-শ্রীলীলার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। সম্পর্কের জল্পনার পালে হাওয়া দিয়ে অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকী ৩’ ছবির শুটিং সেরে ফেলেছেনও যুগলে। তবে দিন কয়েক আগেই শ্রীলীলার ‘গায়ে হলুদে’র ছবি প্রকাশ্যে আসায় নেটপাড়া জুড়ে শোরগোল! প্রশ্ন ওঠে, তাহলে কি কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের পিঁড়িতে বসলেন শ্রীলীলা? এমন আবহেই কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ ছবি ভাইরাল। সেই ছবি দিয়ে আবার বড় ঘোষণা করলেন করণ জোহর। তাহলে কি পুরনো জল্পনা সত্যি করে প্রেমে ডুবলেন কার্তিক-অনন্যা? এমন কৌতূহল অস্বাভাবিক নয়! তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, এই ছবি আদতে এক সিনেমার অংশ। কার্তিক যে করণ জোহরের প্রযোজিত ‘তু মেরি ম্যায় তেরা…’ ছবিতে অভিনয় করছেন, আগেই সেই খবর পাওয়া গিয়েছিল। সেই সিনেমাতেই অনন্যার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে।

সিনেমার নতুন পোস্টার বেশ রগরগে। পাসপোর্টে ঢেকে অনন্যার ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। আর সেই পোস্টার শেয়ার করেই স্টারকিডদের ‘অভিভাবক’ করণ লিখলেন, “সই, সিলমোহর সব হল! এই যে আমাদের রে’র রুমি।” ২০২৬ সালের প্রেমদিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কার্তিক-অনন্যা অভিনীত এই সিনেমা। বর্তমানে এই ছবির শুটিং চলছে, ইউরোপের বিভিন্ন লোকেশনে। যেখান থেকে অভিনেতা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সম্প্রতি। উল্লেখ্য, ২০২২ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে সঞ্চালক করণ জোহরই দুই তারকার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। সেটা নিয়ে কম চর্চা হয়নি। তবে তার পরই আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেমের খবর শোনা যায়। সেই সম্পর্কও চুকে গিয়েছে! এবার বাস্তবের পুরনো জুটিকে সঙ্গী করেই ‘তু মেরি ম্যায় তেরা…’ রিলিজের দিনক্ষণ জানালেন প্রযোজক করণ জোহর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement