Advertisement
Advertisement
Kartik Aaryan

‘নিশ্চয়ই পূর্বজন্মে কোনও পূণ্য করেছি’, কার দেখা পেয়ে ‘কর্মফলে’র কথা কার্তিক আরিয়ানের মুখে?

কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা?

Kartik Aaryan meets specially-abled fan from Varanasi
Published by: Sandipta Bhanja
  • Posted:September 12, 2025 10:37 am
  • Updated:September 12, 2025 10:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বর্তমান প্রজন্মের সবথেকে ‘দামি’ অভিনেতা কার্তিক আরিয়ান। মহিলামহলের হার্টথ্রব ‘রুহ বাবা’কে নিয়ে কৌতূহলের অন্ত নেই! অভিনেতার ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব প্রজেক্ট। অনুরাগ বসুর সঙ্গে আশিকি থ্রির শুটিং শেষ করেছেন। অনন্যা পাণ্ডের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা…’র কাজও প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও করণ জোহরের সঙ্গে অতীতের মান-অভিমান মিটিয়ে ধর্মা প্রোডাকাশনের ব্যানারে ‘নাগজিলা’র শুটিং শুরু করতে চলেছেন। এখানেই শেষ নয়! তালিকায় রয়েছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং রাজ শাণ্ডিল্যর ছবিও। ২০২৭ সাল পর্যন্ত দম ফেলার সময় নেই কার্তিক আরিয়ানের। শত ব্যস্ততার মাঝেই এবার মুম্বইয়ের বাড়িতে বড়সড় চমক পেলেন।

Advertisement

বারাণসী থেকে এক বিশেষ ক্ষমতাসম্পন্ন অনুরাগী মায়ানগরীতে ছুটে এসেছেন শুধুমাত্র কার্তিক আরিয়ানের টানে। মূক-বধির হয়েও হার মানেনি কোনও প্রতিকূলতার কাছে। বারাণসী থেকে সোজা পাড়ি দিয়েছেন মুম্বইতে। পৌঁছে গিয়েছেন প্রিয় অভিনেতার বাড়িতেও। খবর পেয়ে ফিরিয়ে দেননি কার্তিক। বরং ওই ভক্তকে বুকে টেনে নিয়ে তাঁর সঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন। করমর্দন করে কুশল মঙ্গল বিনিময়ও করতে দেখা যায় ‘রুহ বাবা’কে। আর বিশেষ ক্ষমতাসম্পন্ন অনুরাগী সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে আবেগপ্রবণ কার্তিক আরিয়ান।

অভিনেতা লিখেছেন, ‘তুমি কথা না বলতে পারলেও আমি তোমার অমূল্য অভিব্যক্তিতে তোমার মনের সব অনুভূতি শুনতে পাই। আমি জানি, তুমি শুনতে না পেলেও তোমার প্রতি আমার ভালোবাসা তুমি বুঝতে পারো। হয়তো পূর্বজন্মে কোনও পূণ্য করেছিলাম, যার জন্যে এখন ভালো কর্মফল পাচ্ছি। তোমাদের স্নেহ-ভালোবাসায় ধন্য আমি। বারাণসী থেকে এতদূর আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার দিনটাই ভালো করে দিলে। আমাকে যেভাবে ‘স্পেশাল’ মনে করালে, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ