Advertisement
Advertisement
Katrina Kaif Vicky Kaushal

‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা, শুভেচ্ছার জোয়ার বলিউডে

কবে আসছে ভিকি-ক্যাটরিনার সন্তান?

Katrina Kaif, Vicky Kaushal announce pregnancy, Bollywood wishes
Published by: Sandipta Bhanja
  • Posted:September 23, 2025 1:32 pm
  • Updated:September 23, 2025 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই স্ফীতোদর নিয়ে এক বিজ্ঞাপনী শুটের সেট থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের ছবি। মঙ্গলবার অনুরাগীদের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়ে নিজেরাই সুখবর দিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দিয়েছেন বলিপাড়ার তারকাদম্পতি।

Advertisement

কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে মন ক্যাট সুন্দরীর। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই ঈশ্বরের শরণাপন্ন ভিকি-ক্যাটরিনা। সাদাকালো ফ্রেমে দেখা গেল অভিনেত্রীর স্ফীতোদর আগলে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবি হাতে ধরেই পোস্ট তাঁদের। ফিল্মি কায়দায় বলতে গেলে, ‘ফ্রেম উইদিন আ ফ্রেম’। ক্যাপশনে লেখা- ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।’ সেই পোস্টেই ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিলেন বলিউড সহকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন সোনাম কাপুর, নেহা ধুপিয়া-সহ একাধিক তারকা।

গত জুলাই মাসে ভিকি-ক্যারিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন পাপারাজ্জিরা, সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই সম্প্রতি সেই জল্পনায় সিলমোহর বসিয়েছিল তারকাদম্পতি ঘনিষ্ঠ জনৈক। আর মাত্র একমাসের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। জানা গিয়েছে, অভিনেত্রীর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় চলছে। অক্টোবর মাসেই ভিকি-ক্যাটরিনার সংসার আলো করে জন্ম নেবে প্রথম সন্তান। যদিও পরিবারের তরফে এযাবৎকাল মুখে কুলুপ ছিল! তবে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্র মারফৎ আগেই জানা গিয়েছে যে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে এবিষয়ে কিছু জানানি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ