Advertisement
Advertisement
Zubeen Garg

জুবিনের গানেই কাজিরাঙার হস্তিশাবকের নামকরণ, ‘মায়াবিনী’কে দেখতে ভিড় ট্যুরিস্টদের

হস্তিশাবকের নামকরণ করা হল জুবিনের গানেই।

Kaziranga's Newborn Elephant Calf Named 'Mayabini' After Zubeen Garg's Song
Published by: Arani Bhattacharya
  • Posted:October 5, 2025 4:17 pm
  • Updated:October 5, 2025 4:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের ভূমিপুত্র জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। গায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন পদক্ষেপ করেছে অসম সরকার। এবার প্রাণের প্রিয় গায়ককে শ্রদ্ধা জানান হল এক অভিনব কায়দায়। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান সদ্যজাত এক হস্তিশাবকের নামকরণ করা হল জুবিনের গানেই। 

Advertisement

শনিবার বিশ্ব পশু দিবসে কাজিরাঙা জাতীয় উদ্যানে জন্ম নেয় এক হস্তিশাবক। এই জঙ্গলের সবথেকে আদুরে হাতি কুঁয়ারি মা হয় এদিন। জঙ্গলের সবথেকে আদুরে হাতির মা হওয়ার খবর স্বাভাবিকভাবেই খুব আনন্দের। সেই কুঁয়ারির শাবক হয়েছে আর তার ফলে ওই অভয়ারণ্যে খুশির হাওয়া বয়ে গিয়েছে। ঠিক পরিবারে নতুন অতিথি আসার মতোই আনন্দ চারিদিকে। আর সেই শাবকের নাম রাখা হইয়েছে ‘মায়াবিনী’। যা অসমের ভূমিপুত্র গায়ক জুবিন গর্গের জনপ্রিয় একটি গান। অসমের বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি জানান, “হস্তিশাবকটির নামকরণ করা হয়েছে ‘মায়াবিনী’, যা জঙ্গলের জীবনযাত্রায় নতুন এক আলোর সঞ্চার করে।”

 

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় স্বনামধন্য গায়ক জুবিন গর্গের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তন্ধ সঙ্গীত মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ