Advertisement
Advertisement
Khushi Kapoor

‘চেহারা নিয়ে কিছু না করলে তো…’, প্লাস্টিক সার্জারি নিয়ে কী বললেন শ্রীদেবী কন্যা খুশি?

'চেহারা বদলাতে অস্ত্রোপচার বড় বিষয় নয়', বললেন খুশি কাপুর।

Khushi Kapoor on her cosmetic procedures
Published by: Arani Bhattacharya
  • Posted:July 18, 2025 9:12 pm
  • Updated:July 18, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে প্রথমে ‘দর্শনধারী’ তারপর গুণ বিচারী। বিনোদুনিয়ার ক্ষেত্রে এ কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। তাই নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা গ্ল্যামার ওয়ার্ল্ডে সবথেকে বেশি। বয়স ধরে রাখা বা সুন্দর দেখানোর জন্য নিজের চেহারায় কাটাছেঁড়া করার মতো বিষয়ও নতুন নয়। সেজন্য মাঝেমাঝে নানা কটূক্তির মুখে পড়েছেন বহু তারকা। সেই তালিকায় নাম রয়েছে খুশি কাপুরেরও। সত্যিই কি খুশি নিজের চেহারা বদলাতে অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এবার চেহারা বদলানোর ক্ষেত্রে অস্ত্রোপচারের সাহায্য নেওয়া নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

Advertisement

স্টার কিড হওয়ার দৌলতে খুশিকে অনেক ছোট থেকেই ক্যামেরার সামনে দেখেছেন সকলে। সেই খুশিরই মুখের চেনা আদল পালটে যাওয়ায় প্রত্যেকেই অনুমান করেছিলেন যে, তিনি অস্ত্রোপচার করেছেন। এবার অকপটে সেকথা স্বীকার করে নিলেন খুশি। এক সাক্ষাৎকারে খুশি বললেন, “হ্যাঁ, আমি চেহারায় বদল আনতে অস্ত্রোপচার করিয়েছি। কিন্তু সকলে মনে করেন যে, আমি সেতা বহুবার করেছি। মুখে অনেকবার ছুরি-কাঁচি চালিয়েছি। কিন্তু তা সত্যি নয়। আমার মনে হয় না মুখে অস্ত্রোপচার করাটা বড় কোনও বিষয়।”

খুশি আরও বলেন, “আমি সবসময় সহজ ও সৎ থাকার চেষ্টা করি। আমি অকারণে কোনও বিষয়ে লুকোছাপা করি না। আমাদের অনেক সোশাল মিডিয়া অনুরাগী। আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করতে হয়। আর সেখানে টিকে থাকতে গেলে নিজেকে সুন্দর দেখানোটা খুব প্রয়োজন। কেউ যদি নিজের চেহারায় কোনও পরীক্ষানিরীক্ষা করেন আত্মবিশ্বাসের সঙ্গে তাহলে তাতে কন অসুবিধাই থাকে না। থাকার কথাও নয়। আর এই নিয়ে চর্চাও অহেতুক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ