সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি জুলাই মাসেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। গত ১৫ তারিখ তারকাদম্পতির সংসার আলো করে কন্যাসন্তান এসেছে। আপাতত সদ্যোজাতকে নিয়েই দিন কাটছে তাঁদের। বৃহস্পতিবার ৩৪ বছরে পা রাখলেন কিয়ারা আডবানি। মা হওয়ার পর প্রথম জন্মদিন। অতঃপর এবারের অনুভূতিটাও বিশেষ। কিয়ারা বলছেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’
উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর বলিউডের সহকর্মী, অনুরাগীদের শুভেচ্ছাবার্তার জোয়ারে ভেসেছেন কিয়ারা আডবানি। তবে এদিন নিজের জন্মদিন নিয়ে কোনও পোস্ট তিনি করেননি। কিন্তু রাত পোহাতেই শুক্রবার স্বামী-সন্তানের জন্য কলম ধরলেন অভিনেত্রী। সঙ্গে তাঁর জন্মদিন উদযাপনের ঝলকও দেখালেন কেকের ছবি শেয়ার করে। ধবধবে দুধ সাদা কেক। তার উপরে সুন্দর ডিজাইন করা ছোট্ট পুতুল বসানো। দেখে মনে হচ্ছে যেন, এক পরীর কোলে শান্তির আশ্রয় নিয়েছে সদ্যোজাত। যেহেতু সদ্য মা হয়েছেন কিয়ারা, সেই প্রেক্ষিতেই এহেন থিম কেকের আয়োজন করেছেন সিদ্ধার্থ। আর স্বামীর এহেন আয়োজনেই আপ্লুত অভিনেত্রী।
View this post on Instagram
কেকের ছবি শেয়ার করে কিয়ারা আডবানির লিখেছেন, “আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সকলের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটা কাটালাম। দারুণ অনুভূতি। নিজেকে আশীবার্দধন্য মনে হচ্ছে।” জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাতেও ভুললেন না কিয়ারা আডবানি। অভিনেত্রীর এহেন সংসারসুখের ঝলক দেখে বেজায় খুশি অনুরাগীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.