Advertisement
Advertisement
Kiara Advani Met Gala 2025

বেবিবাম্প নিয়ে মেট গালায় হবু মা কিয়ারা আডবানি, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘ইতিহাস’

মেট গালার গালিচাতে প্রথমবার বেবি বাম্প দেখালেন কিয়ারা আডবানি।

Kiara Advani graces Met Gala 2025 with baby bump
Published by: Sandipta Bhanja
  • Posted:May 6, 2025 1:25 pm
  • Updated:May 6, 2025 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেবিবাম্প’ নিয়ে মেট গালার লাল গালিচায় কিয়ারা আডবানি (Kiara Advani)। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়লেন। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট এদেশে চর্চার বিষয় হয়ে দাঁড়ালেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ‘দেশি’ নায়িকাদের তালিকায় কিয়ারা আডবানিই নতুন রেকর্ড গড়লেন।

Kiara Advani Met Gala 2025

মেট গালার (Met Gala 2025) গালিচাতেই প্রথমবারের জন্য বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দিন দুয়েক আগেই স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিউইয়র্কে পৌঁছে গিয়েছিলেন কিয়ারা। হোটেলের ঘর থেকে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে সোমবার গভীর রাতে (ভারতীয় সময় অনুযায়ী) মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারা দ্যুতি ছড়ালেন মেট গালার অনুষ্ঠানে। ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে দেখা গেল হবু মা’কে। কিয়ারার সাজপোশাকে ফুটে উঠল ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন। বলিউড মাধ্যম সূত্রে খবর, নারীত্বের উদযাপনের জন্যই গৌরব তাঁর জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। আর এই পোশাকের মাধ্যমেই প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন গৌরব গুপ্তা এবং কিয়ারা আডবানি। হবু মা কিয়ারার মেড গালা ডেবিউতে খুশি ক্যাটরিনা কাইফও। যদিও তাঁর পোশাকের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যাল লুকের সাযুজ্য খুঁজে পেয়েছেন ফ্যাশন পুলিশরা। সেই বিষয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেননি কিয়ারা আডবানি। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন বর্তমানে। উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা আডবানি। এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক ঘটালেন বলিউড নায়িকা। নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও কিয়ারার অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গতবছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। আন্তর্জাতিক সিনেদুনিয়ায় ভারতের ভবিষ্যৎ কীরকম? সেপ্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছিলেন অভিনেত্রী। এবার গর্ভাবস্থায় মেট গালায় অভিষেক হল কিয়ারা আডাবনির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement