সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ-কিয়ারার দেড় মাস বয়সি কন্যাসন্তানের ছবি নিয়ে সোমবার নেটভুবনজুড়ে শোরগোল! ভাইরাল ওই ছবি দুটিতে একরত্তিকে কখনও সাদাকালো ফ্রেমে বাবা সিডের কোলে দেখা যাচ্ছে তো আরেক ফ্রেমে সপরিবারে ধরা দিয়েছে ‘মালহোত্রা পরিবার’। তাহলে কি সত্যিই জন্মের দেড়মাসের ব্যবধানে মেয়ের মুখ দেখালেন তারকাদম্পতি? একঝলক সেই ছবিগুলো দেখে কৌতূহল অস্বাভাবিক নয়! তবে শোরগোল শুরু হতেই জানা গেল, এই ফটোগুলি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিতে তৈরি।
জন্মের আগে থেকেই সেলেবকিডদের লাইমলাইটে থাকা নতুন বিষয় নয়! সে জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায়, সুপারস্টার মা-বাবাদের পাশাপাশি তাঁদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁরা। তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার ফিল্মিদুনিয়ার তারকারা সবসময়ই নিমরাজি। ‘পাপারাজ্জি এলার্জি’ বিষয়টা যে দিন দিন আরও প্রকট হয়ে উঠছে, সেটা বললেও অত্যুক্তি হয় না। গ্ল্যামার দুনিয়ায় বিরাট-অনুষ্কা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন সিদ্ধার্থ-কিয়ারাও।
View this post on Instagram
মেয়ের জন্মের পরই পাপারাজ্জিদের সকলকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়ে সিদ্ধার্থ-কিয়ারা অনুরোধ করেছিলেন, ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’ প্রসঙ্গত, এই একইভাবে রণবীর-দীপিকাও পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাঁদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। বিরুষ্কাও প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ জারি করেছিলেন। সেলেব মা-বাবাদের সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারাও। অতঃপর নেটপাড়ায় ভাইরাল এই ছবিগুলি যে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিতে তৈরি করা, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.