Advertisement
Advertisement
Kiara-Priyanka

ভেবেছিলেন মেয়ের নাম রাখবেন! শেষমেশ প্রিয়াঙ্কার নামেই ‘কিয়ারা’ রাখলেন নিজের নাম , নেপথ্যে কোন কারণ?

কী সেই ঘটনা তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Kiara Advani Wants To Name Her Daughter After Priyanka Chopra, Says 'I'll Call Her
Published by: Arani Bhattacharya
  • Posted:August 21, 2025 8:25 pm
  • Updated:August 21, 2025 8:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০১৪, ‘ফগলি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ অভিনেত্রী কিয়ারা আডবানির। বলিউডে তিনি কিয়ারা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম আলিয়া আডবানি। কিন্তু অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তাঁর নাম যাতে কেউ গুলিয়ে না ফেলেন তাই তিনি নাম বদলে ফেলেন নিজের। কিন্তু নায়িকার নিজেই নিজের এই নামকরণের নেপথ্যে রয়েছে একটা বড় ঘটনা। কী সেই ঘটনা তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘আঞ্জানা আঞ্জানি’ দেখেই এই নামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সিদ্ধার্থঘরনি। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের নাম ছিল কিয়ারা। তবে পছন্দ হলেও তা নিজের জন্য নয় বরং কন্যাসন্তান হলে তার নাম এই নামে রাখবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু যখন কিয়ারা বলিউডে পা রাখেন ততদিনে আলিয়া ভাট বেশ পরিচিতি পেয়ে গিয়েছে। তাঁর নাম প্রায় সবাই জানেন। এই অবস্থায় নিজের নাম আলিয়া আডবানি থেকে পরিবর্তন করে কিয়ারা আডবানি রাখেন তিনি। কারণ একটাই যাতে তাঁকে অন্য অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে না ফেলেন দর্শক। আর তাই হয়েছে।

 

উল্লেখ্য, ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন ইনিংস। মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি। যদিও এখনও সন্তানকে নিয়ে কনোরকম ছবি বা কোনও তথ্য কারও সঙ্গে ভাগ করেননি কিয়ারা। তবে একান্তে তিনি যে মাতৃত্বযাপন করছেন চুটিয়ে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ