সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মানেই তারকাদের ‘বড়দিন’। সিদ্ধার্থ-কিয়ারার কাছেও ১৮ জুলাই, এই শুক্রবারটা স্মরণীয় থাকবে আজীবন। না কোনও সিনেমার রিলিজ নয়, বরং ব্যক্তিগতজীবনে মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরুর জন্যই এটা তাঁদের কাছে ‘বিগ ফ্রাইডে’। শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে গৃহপ্রবেশ করলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি। তবে সোজাসুজি বাড়ি ফেরেননি, মাঝপথে মেয়েকে নিয়ে গিয়েছিলেন এক বিশেষ জায়গায়।
হাসপাতাল থেকে কবে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন সিদ্ধার্থ-কিয়ারা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তক্কে তক্কে ছিলেন ছবিশিকারিরা। শুক্রবারই সেই মাহেন্দ্রক্ষন তাঁদের লেন্সবন্দি হল। কালো কাচ ঢাকা গাড়িতে একরত্তিকে নিয়ে হাসপাতাল থেকে বেরতেই ছেঁকে ধরল কৌতূহলী মুখের ভিড়। কেমন হল দেখতে? কেউ কি নাগাল পেলেন? আজ্ঞে না! তারকাদম্পতির তরফে বৃহস্পতিবারই মিষ্টির বাক্স পাঠিয়ে পাপারাজ্জিদের অনুরোধ করা হয়েছিল যে, বাচ্চার ছবি যেন তাঁরা না তোলেন। কিন্তু বাড়ি ফেরার পথে মেয়েকে নিয়ে গেলেন কোথায় সিদ্ধার্থ-কিয়ারা?
সকলে যখন ভেবেছিলেন তারকাদম্পতি হয়তো হাসপাতাল থেকে সোজা বাড়িতে ফিরবেন। কিন্তু তা হয়নি। বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার গৃহপ্রবেশের আগে সদ্যোজাতকে নিয়ে কিয়ারার মামাবাড়িতে গিয়েছিলেন তাঁরা। দিদাকে প্রপুত্রীর মুখ দেখিয়ে তবেই বাড়ি ফিরলেন। মঙ্গলবার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবানি। দিন দুয়েক বাদে এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন মা-মেয়ে।
বুধবার দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছিলেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ছবিশিকারিদের মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করেন তারকাদম্পতি। কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে পাপারাজ্জিদের সকলকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন তাঁরা। আর তার সঙ্গে জুড়ে দেওয়া কার্ডে অনুরোধ- ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.