সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, লস অ্যাঞ্জেলসে ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে মারাত্মক কাণ্ড ঘটালেন জনপ্রিয় হলিউড অভিনেতা কেইরান কালকিন (Kieran Culkin)। চলতি বছর ‘আ রিয়াল পেইন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার (Oscar 2025) পেয়েছেন তিনি। আর মঞ্চে অস্কার হাতে নিয়ে বক্তৃতা দিতে গিয়েই তিনি যা বললেন, তাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে হাসির রোল।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে কেইরান কালকিন এমন অনেক মন্তব্য করেছেন যেগুলো ছাঁটতে বাধ্য হয়েছে মার্কিন সম্প্রচার সংস্থাগুলো। তবে তাঁর একটি মন্তব্য বর্তমানে বিশ্বজুড়ে চর্চার শিরোনামে। এমি অ্যাওয়ার্ড জেতার পর স্ত্রী জ্যাজ চার্টনের সহ্গে তাঁর একটি চুক্তি হয়েছিল। কী সেটা? সেই গোপন দাম্পত্য খুনসুঁটির গল্পই জনসমক্ষে বলে শোরগোল ফেলে দিলেন হলিউড অভিনেতা। এদিন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কেইরান কালকিনকে রসিকতা করে বলতে শোনা যায়, “হে ঈশ্বর, এটা দারুণ। আমি জানতামও না। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।” একথা বলে সকলকে ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত থাকেননি কেইরান। তারপরই অস্কারের মঞ্চে বোমা ফাটালেন সেরা সহ-অভিনেতার পুরস্কার বিজয়ী নায়ক।
তিনি বলেন, “দাঁড়ান, চটজলদি আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে। সেটাই বলব। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ। এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই। ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি। সে যাই হোক! শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে- হে ভগবান, আমি তোমাকে কথাটা বললাম, মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে। আমি পালটা বলি, আমার চার নম্বর সন্তানও চাই। জ্যাজ আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব।” জনসমক্ষে একথা বলার পরই দর্শকাসনে বসে থাকা স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে কেইরান কালকিনের প্রশ্ন, “তোমার মনে আছে তো প্রিয়তমা?” অস্কার মঞ্চে দম্পতির এহেন দাম্পত্য খুনসুঁটি দেখে হেসে গড়ালেন দর্শকরা। ভিডিওটিও ভাইরাল হয়েছে দেদার গতিতে। উল্লেখ্য, ২০১৩ সালে বিয়ে করেন কেইরান কালকিন এবং জ্যাজ চার্টন। তাঁদের দুই সন্তানও রয়েছে।
Keiran Culkin said his wife promised him they could have a fourth kid if he won an Oscar. Well, he just won an Oscar. This is pretty great:
— Clay Travis (@ClayTravis)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.