সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গেল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দুয়েক শুটিং করতে পারবেন না তিনি।
ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিংয়ের দিকেই নজর দর্শক-অনুরাগীদের। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। সম্প্রতি ট্যাটু শোভিত পেশি দেখিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছিলেন বাদশা। এবার সিনেমার শুটিংয়েই কিনা মারপিটের দৃশ্যের শুটিং করতে গিয়ে বিপত্তি ঘটল। স্টান্ট করতে গুরুতর জখম হলেন অভিনেতা! কীভাবে ঘটল এমন কাণ্ড? ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন বলিউড বাদশা। তবে পেশিতেই আঘাত পয়েছেন বলে খবর। বিগত কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর চোট পেয়েছেন কিং খান। এবারের জখম কি এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যেতে হয়েছে? উঠছে প্রশ্ন।
খবর, আগামী এক-দু’ মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই এখনই শুটিং শুরু করতে পারবেন না তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শুটিং শিডিউলও। জানা গিয়েছে,
আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হবে। যদিও কিং খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত ‘কিং’ ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? এই জল্পনা বহুদিনের। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.