সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে পায়ে পথ চলার ৪০ বছর। বর্ষীয়ান তারকা দম্পতি অনুপম খের ও কিরণ খের পূর্ণ করলেন তাঁদের দাম্পত্যজীবনের ৪০ বছর। ২৬ আগস্ট ১৯৮৫ সালে চারহাত এক হয় তাঁদের। এদিন বিবাহবার্ষিকীতে দীর্ঘ এই দাম্পত্যজীবনের পথ চলা নিয়ে বন্ধু-স্বামী অনুপম খেরকে খোলা চিঠি লিখলেন সোশাল মিডিয়ার পাতায় কিরণ।
দু’জনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কিরণ লেখেন, ‘প্রিয় বন্ধু ও জীবনসঙ্গী এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনের সেরা সময়টা তোমার সঙ্গে কাটানো। হাসি-মজায় জীবন পার করলাম আমরা। ঈশ্বর সবসময় তোমাকে ভালো রাখুন। শুভ বিবাহবার্ষিকী।’ কিরণের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার সবচেয়ে প্রিয় দম্পতি।’ কেউ আবার লিখেছেন, ‘ভগবান আপনাদের মঙ্গল করুন।’
View this post on Instagram
এখানেই শেষ নয় ৪০তম বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট করেন অনুপম খের নিজেও। নিজের সোশাল মিডিয়া পেজে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘প্রিয় কিরণ, শুভ ৪০তম বিবাহবার্ষিকী। ১০ বছরের বন্ধুত্ব ও ৪০ বছরের দাম্পত্য। আমরা অনেক চরাই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি জীবনে। কিন্তু এতগুলো বছর ভালোবাসায় ভেসে বেঁচে গিয়েছি দু’জনে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.