সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ-বিদেশের অনুরাগীদের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডও ‘জওয়ান’ জ্বরে আক্রান্ত। আট থেকে আশির মুখে বাদশা-বন্দনা। বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। উত্তেজনার পারদ গড়িয়েছে KKR টিমের মধ্যেও। আর ‘মালিক’ কিং খানের ‘জওয়ান’ (Jawan) নিয়ে ততোধিক উচ্ছ্বসিত আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুয়শ শর্মারা। এদিকে ফার্স্ট ডে-র শো দেখে আগেভাগেই শিকে ছিঁড়েছেন রিঙ্কু সিং। অতঃপর KKR ‘মালিক’কে নিয়ে টুইটে-টুইটে ছয়লাপ ক্রিকেটারদের।
দীনেশ কার্তিকের টুইট, “আমি নিশ্চিত ‘জওয়ান’ যে ভারতীয় সিনেদুনিয়ায় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতবে। শাহরুখের এতগুলো অবতার একসঙ্গে নিয়ে আসার জন্য অসাধারণ প্রয়াস অ্যাটলি স্যরের। আমার মনে আছে ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর-এর ম্যাচ দেখতে এসেছিলেন অ্যাটলি। সেই সময়েই শাহরুখের সঙ্গে কথা শুরু হয় তাঁর। ৫ বছর ধরে কত আলোচনা, পরিশ্রমের ফসল ‘জওয়ান’। গোটা টিমকে শুভেচ্ছা।” পালটা বাদশা বলছেন, “আরে বাহ ডিকে, তুমি যে এতটা সিনেপ্রেমী, আগে তো জানতাম না। তোমার ভাল লেগেছে জেনে আমি খুব খুশি। পরে ফাঁকা থাকলে কয়েক সপ্তাহ বাদে আরেকবার গিয়ে দেখে এসো। কারণ, ফিনিশার হিসেবে সবসময়ে তোমাকেই চাই।”
Wow DK you are quite the film buff!! Didn’t get to see this side of u during KKR times. Really happy u enjoyed the film and give my love to Dipika!!! And if u are free go watch it again after a few weeks…. Always need u as a finisher!!
— Shah Rukh Khan (@iamsrk)
অন্যদিকে বৃষ্টি মাথায় করে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে হাজির হন সুয়শ শর্মা। ভিডিও শেয়ার করে কেকেআর টিমের তরুণ স্পিনারের টুইট, “যখন মনের ভিতরেই ঝড় চলে, তখন বাইরের ঝড়ে কিছু যায়-আসে না।” নজর এড়ায়নি মালিক শাহরুখের। পালটা টুইটে ভালবাসা জানিয়ে লিখলেন, “তুমিও তো বাইশ গজে তোমার ঘূর্ণিতে ঝড় তোলো। মাঠে তোমার ম্যাজিক দেখার অপেক্ষায় সুয়শ। অনেক ভালবাসা তোমাকে।”
Love u Suyash!! Toofan toh maidan main tum bhi machaate ho with your spin bowling!!! Looking forward to seeing u on the field … stay happy and healthy…
— Shah Rukh Khan (@iamsrk)
বাদ গেলেন না আন্দ্রে রাসেলও। ট্রেলার দেখার ভিডিও টুইট করে বলছেন, “আর তর সইছে না! ‘জওয়ান’ দেখার অপেক্ষায়।” কেকেআর অফিশিয়াল এক্স হ্যান্ডেলের সেই ভিডিও রিটুইট করে শাহরুখের মন্তব্য, “তোমার মতো ছক্কা হাঁকানোর চেষ্টা করছি… মাসেল রাসেল! ধন্যবাদ আর সিনেমাটা দেখে আমাকে জানিও কেমন লাগল তোমার।”
I am trying to hit it out of the park like you, big man… Muscle Russell !!!
Thank u and message me your thoughts about— Shah Rukh Khan (@iamsrk)
প্রসঙ্গত, বক্স অফিসে শাহরুখ খানের বিজয়রথ ছুটছেই। মুক্তির ৪ দিনেই ৪০০ কোটির গণ্ডিতে ‘জওয়ান’। ইতিমধ্যেই হিন্দি সিনেমার জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই ছবির। নিজের রেকর্ড নিজেই খানখান করে নতুন মাইলফলক খাঁড়া করছেন শাহরুখ। এবার সর্বোচ্চ সিঙ্গল ডে আয়ের খেতাবও জিতে নিল ‘জওয়ান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.